Ajker Patrika

মাঠে নামার অপেক্ষায় মিরাজ-রোচরা, টস হতে দেরি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২২: ৪৬
চলছে মাঠ পরিদর্শন। ছবি: আতহার আলী খানের ফেসবুক পেজ থেকে
চলছে মাঠ পরিদর্শন। ছবি: আতহার আলী খানের ফেসবুক পেজ থেকে

বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ও উইকেট এখনো ভেজা ও নরম থাকায় টসের সময় পেছানো হয়েছে। ফিল্ড আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠ ও উইকেট পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যামাইকায় গেল সপ্তাহজুড়ে বৃষ্টি ছিল। রোদ খুব একটা না থাকায় মাঠ ও উইকেট প্রস্তুত করতে সময় লেগেছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব ও লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা সকালে মাঠ পরিদর্শনে আসেন। তবে তারা উইকেট ও আশপাশের অংশগুলো কিছুটা ভেজা এবং নরম দেখতে পান। এই পরিস্থিতি বিবেচনায় আম্পায়াররা স্বাগতিক ও সফরকারী দলের সঙ্গে আলোচনা করে মাঠের পরবর্তী পরিদর্শনের জন্য স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় রাত ১১টা) নির্ধারণ করেন।

এদিকে, অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হারা বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে ১-ব্যবধানে পিছিয়ে রয়েছে। জ্যামাইকা টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর শেষ সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত