Ajker Patrika

রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ মালিকের ঝগড়ার পর নাভিনের রহস্যময় পোস্ট

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

যত দোষ নন্দ ঘোষ—বহুল প্রচলিত হয়তো লোকেশ রাহুল জানেন না। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে গত পরশু বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কার সব ক্ষোভ আছড়ে পড়েছে অধিনায়ক রাহুলের ওপর। নাভিন উল হক যেন সতীর্থ রাহুলের পাশে থাকারই ইঙ্গিত দিয়েছেন। 

রাহুলকে যে গোয়েঙ্কা তিরস্কার করেছেন, তা ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। নেটিজেনরা গোয়েঙ্কাকে অপেশাদার বলে উল্লেখ করেছেন। বেশ কজন সাবেক ক্রিকেটারের মতে, রাহুলকে সবার সামনে বকাঝকা না করে আলাদা বলতে পারতেন গোয়েঙ্কা। এমন ঘটনা নিয়ে লক্ষ্ণৌ সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করেনি। আফগান পেসার নাভিন আজ ভিন্ন রকম এক পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। রাহুলের সঙ্গে তাঁর (নাভিন) ছবি পোস্ট করেছেন। আফগান পেসার ক্যাপশনে শুধু লাভ ইমোজি দিয়েছেন। পোস্টে মন্তব্যের ব্যাপারটিও সীমিত করে রেখেছেন।

সাইক্লোন, কালবৈশাখীও যেন হার মেনেছে গত পরশুর সানরাইজার্স হায়দরাবাদের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে কিছু বুঝে ওঠার সুযোগই দেননি সানরাইজার্সের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬৬ রানের লক্ষ্যে নেমে হায়দরাবাদ 
৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ১৬৭ রান। ৫৮ বলের ইনিংসেই হয়েছে ১৬ চার ও ১৪ ছক্কা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেছিলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এমন ব্যাটিং দেখেছি টিভিতে। তবে এটা অবাস্তব ব্যাটিং। তারা ছয় মারার স্কিল নিয়ে অনেক কাজ করেছে। দ্বিতীয় ইনিংসে আমাদের কিছু বোঝার সুযোগই দিল না। প্রথম বল থেকে যেভাবে তান্ডব চালাচ্ছিল, তাদের থামানো বেশ কঠিন ছিল।’ 

এক ও দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থানের পয়েন্ট ১৬। তবে নেট রানরেট এগিয়ে থাকায় সবার ওপরে কলকাতা। দুটি দলই খেলেছে ১১টি করে ম্যাচ। ১২ ম্যাচে ১৪ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে সানরাইজার্স হায়দরাবাদ। চার, পাঁচ ও ছয়ে থাকা চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, লক্ষ্ণৌ প্রত্যেকেরই ১২ পয়েন্ট। লক্ষ্ণৌর নেট রানরেট-০.৭৬৯। ১৪ ও ১৭ মে লিগ পর্বের বাকি দুই ম্যাচ লক্ষ্ণৌ খেলবে দিল্লি ও মুম্বাইয়ের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত