Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের মেয়েদের যত রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের মেয়েদের যত রেকর্ড

ঐতিহাসিক এক জয় দিয়ে এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেনোনিতে গতকাল প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাঠে পেল প্রথম জয়। 

বেনোনিতে গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রান করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এটাই সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ক্রিকেট দলের পঞ্চম সর্বোচ্চ স্কোর এটা। ২০১৯ সালে পোখারায় মালদীপের বিপক্ষে নিজেদের ইতিহাসে ২৫৫ রান করেছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েদের দলীয় সর্বোচ্চ স্কোর। 

 ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা গতকাল ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৩৬ রান। বাংলাদেশের ১৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন স্বর্ণা আক্তার। ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট। এটাই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং। জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আক্তারের পর বাংলাদেশের চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন স্বর্ণা। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে পাঁচটি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ পাঁচ স্কোর: 
২৫৫ /২; প্রতিপক্ষ: মালদীপ; ভেন্যু: পোখারা; ২০১৯ 
 ১৫৮ /১; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: আবুধাবি; ২০২২ 
 ১৫২ /৭; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: লাহোর; ২০১৯ 
 ১৫১ /৪; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ডাবলিন; ২০১৮ 
 ১৪৯ /২; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেটারদের সেরা পাঁচ বোলিং: 
নাহিদা আক্তার: ৮ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: চট্টগ্রাম; ২০২৩ 
নাহিদা আক্তার: ১২ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: কেনিয়া; ভেন্যু: কুয়ালালামপুর; ২০২২ 
পান্না ঘোষ: ১৬ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: উট্রেক্ট; ২০১৮ 
জাহানারা আলম: ২৮ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ডাবলিন; ২০১৮ 
স্বর্ণা আক্তার: ২৮ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত