Ajker Patrika

ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে নেই বাভুমা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৬
ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে নেই বাভুমা

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপ পরবর্তী মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্টে তিনিই অধিনায়ক হিসেবে থাকছেন।

বাভুমার মতো সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে রাবাদাকে। বাভুমা, রাবাদা দুজনেই টেস্টে খেলবেন। বাভুমার পরিবর্তে সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ইংল্যান্ড, বাংলাদেশ-এই দুই দলের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম। বাভুমা, রাবাদা দুজনেরই তাই বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষা বেড়েই চলেছে। ১০ থেকে ১৪ ডিসেম্বর হবে দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাভুমা, রাবাদার মতো জেরাল্ড কোয়েটজি, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিদি-দক্ষিণ আফ্রিকার এই পাচ ক্রিকেটারকে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তাঁরা ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ঘলোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম রাউন্ড খেলবেন। একারণে কোয়েটজি, ইয়ানসেন, এনগিদি-তিন প্রোটিয়া ক্রিকেটার খেলবেন সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি।

এখনো পর্যন্ত অভিষেক না হওয়া দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার মিহলালি এমপঙ্গোয়ানা, ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার ডাক পেয়েছেন ভারতের বিপক্ষে সিরিজে। তিন সংস্করণের দলে আছেন পেস বোলার বার্গার। ব্যাটার বেডিংহাম আছেন টেস্ট দলে। ওয়ানডেতে ডাক পেয়েছেন অলরাউন্ডার এমপঙ্গোয়ানা। অন্যদিকে চোটে পড়ায় বিশ্বকাপের দল থেকে ছিটকে যাওয়া এনরিখ নরকিয়া নেই ভারত সিরিজের দলে। টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ত্রিস্তান স্টাবস। টেস্ট ও ওয়ানডেতে ফিরেছেন কাইল ভেরেইন। এ বছরের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। আর গত বছরের মার্চে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ ম্যাচ খেলেছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার।

ভারতের বিপক্ষে সিরিজের দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি (প্রথম দুই ম্যাচ), আদিলে ফেহলুকায়ো, তাবরেইজ  শামসি, ত্রিস্তান স্টাবস, লিজাড উইলিয়ামস।

ভারতের বিপক্ষে সিরিজের দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, রিজা হেন্ড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আদিলে ফেহলুকায়ো, তাবরেইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।

ভারতের বিপক্ষে সিরিজের দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত