নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আম্পায়ার পরিচয়ের বাইরে তাঁর ছিল অন্য পরিচয়। নাদির শাহর ঠোঁটে সব সময় লেগে থাকত হাসি। ফ্যাশন সচেতনতায়ও তিনি যেন ছিলেন যুগের চেয়ে এগিয়ে! সেই চির উচ্ছ্বাসে ভরা হাসি–মজায় আড্ডা মাতিয়ে রাখা মানুষটা এভাবেই চলে যাবেন, ভাবতেই পারছেন না ক্রিকেট-সংশ্লিষ্ট কেউ। দেশের ক্রিকেটাঙ্গনে আজ তাই স্বজন হারানোর শূন্যতা।
ফুসফুসের ক্যানসারের সঙ্গে হার মেনে আজ ভোররাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদির শাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ারের বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক যেন হয়ে উঠেছে শোকের বই। নাদির শাহকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন ক্রিকেটার থেকে অনেকেই।
নাদির শাহর স্মৃতিচারণ করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা ফিরে গেলেন নিজের ক্রিকেট-জীবনে। দেশের অন্যতম সেরা অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘নাদির ভাই, আপনার হাফ হাতা শার্ট ফোল্ড করে পরা সবাই মিস করব ৷ বল ডেলেভারি দিয়ে ফিরে আসার সময় ফ্রন্ট লেগ টাইট হয়ে গেলে রাগ করে বলতেন, ম্যাশ ইউ গেটিং টাইট! ক্যাম ব্যাক লিটিল বিট। আর ডেনজার জোনে পা গেলে তো রক্ষা নাই! আপনার ইংরেজি বলা, আপনার সাথে অসংখ্য মজার মুহূর্তগুলো আজ স্মৃতি হয়ে গেল।’
কদিন আগে মাশরাফির কাছ থেকে একটা চশমা চেয়েছিলেন নাদির শাহ। সেটি পৌঁছানোর সুযোগই যেন দিলেন না দেশের সাবেক এই ‘এক নম্বর’ আম্পায়ার। মাশরাফির মন আজ তাই কাঁদছে, ‘আপনি একটা সানগ্লাস (চশমা) চেয়েছিলেন ৷ সেটা পৌঁছানোর আগেই চলে গেলেন, খুব খারাপ লাগছে। ওপারে ভালো থাকবেন ভাই, আল্লাহ সহায় হোন।’
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজের ফেসবুকে সকালেই জানিয়েছেন নাদির শাহর মৃত্যুর খবর। পাইলট লিখেছেন, ‘মাত্র ৫৭ বছর বয়সেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্তশ্রান্ত হয়ে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় নাদির ভাই। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন...আমিন।’
নাদির শাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাফিস ইকবাল খানও। সাবেক বাংলাদেশ ওপেনার লিখেছেন, ‘নাদির ভাই, ক্রিকেটাঙ্গন আপনাকে মিস করবে। মহান আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তি দেন এবং জান্নাতে স্থান দেন। তাঁর পুরো পরিবারের প্রতি সমবেদনা।’ একইভাবে শোক জানিয়েছেন আরেক সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই ডেপুটি ম্যানেজার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির ভাই আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ তিনি মারা যান। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।’
নাদির শাহকে মিস করার কথা বলেছেন তাসকিন আহমেদও। এই পেসার ফেসবুকে নাদির শাহর ছবি দিয়ে লিখেছেন, ‘আপনাকে মিস করব নাদির ভাই।’ নাদির শাহর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব ৷
আম্পায়ার পরিচয়ের বাইরে তাঁর ছিল অন্য পরিচয়। নাদির শাহর ঠোঁটে সব সময় লেগে থাকত হাসি। ফ্যাশন সচেতনতায়ও তিনি যেন ছিলেন যুগের চেয়ে এগিয়ে! সেই চির উচ্ছ্বাসে ভরা হাসি–মজায় আড্ডা মাতিয়ে রাখা মানুষটা এভাবেই চলে যাবেন, ভাবতেই পারছেন না ক্রিকেট-সংশ্লিষ্ট কেউ। দেশের ক্রিকেটাঙ্গনে আজ তাই স্বজন হারানোর শূন্যতা।
ফুসফুসের ক্যানসারের সঙ্গে হার মেনে আজ ভোররাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদির শাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ারের বয়স হয়েছিল ৫৭ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক যেন হয়ে উঠেছে শোকের বই। নাদির শাহকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন ক্রিকেটার থেকে অনেকেই।
নাদির শাহর স্মৃতিচারণ করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজা ফিরে গেলেন নিজের ক্রিকেট-জীবনে। দেশের অন্যতম সেরা অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘নাদির ভাই, আপনার হাফ হাতা শার্ট ফোল্ড করে পরা সবাই মিস করব ৷ বল ডেলেভারি দিয়ে ফিরে আসার সময় ফ্রন্ট লেগ টাইট হয়ে গেলে রাগ করে বলতেন, ম্যাশ ইউ গেটিং টাইট! ক্যাম ব্যাক লিটিল বিট। আর ডেনজার জোনে পা গেলে তো রক্ষা নাই! আপনার ইংরেজি বলা, আপনার সাথে অসংখ্য মজার মুহূর্তগুলো আজ স্মৃতি হয়ে গেল।’
কদিন আগে মাশরাফির কাছ থেকে একটা চশমা চেয়েছিলেন নাদির শাহ। সেটি পৌঁছানোর সুযোগই যেন দিলেন না দেশের সাবেক এই ‘এক নম্বর’ আম্পায়ার। মাশরাফির মন আজ তাই কাঁদছে, ‘আপনি একটা সানগ্লাস (চশমা) চেয়েছিলেন ৷ সেটা পৌঁছানোর আগেই চলে গেলেন, খুব খারাপ লাগছে। ওপারে ভালো থাকবেন ভাই, আল্লাহ সহায় হোন।’
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজের ফেসবুকে সকালেই জানিয়েছেন নাদির শাহর মৃত্যুর খবর। পাইলট লিখেছেন, ‘মাত্র ৫৭ বছর বয়সেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্তশ্রান্ত হয়ে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমাদের প্রিয় নাদির ভাই। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন...আমিন।’
নাদির শাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাফিস ইকবাল খানও। সাবেক বাংলাদেশ ওপেনার লিখেছেন, ‘নাদির ভাই, ক্রিকেটাঙ্গন আপনাকে মিস করবে। মহান আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তি দেন এবং জান্নাতে স্থান দেন। তাঁর পুরো পরিবারের প্রতি সমবেদনা।’ একইভাবে শোক জানিয়েছেন আরেক সাবেক বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এই ডেপুটি ম্যানেজার ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির ভাই আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ তিনি মারা যান। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।’
নাদির শাহকে মিস করার কথা বলেছেন তাসকিন আহমেদও। এই পেসার ফেসবুকে নাদির শাহর ছবি দিয়ে লিখেছেন, ‘আপনাকে মিস করব নাদির ভাই।’ নাদির শাহর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব ৷
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে