নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।
দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!
‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।
দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে