Ajker Patrika

ভারতের ৪০ বছরের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    
যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ছবি: এক্স
যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ছবি: এক্স

৪০ বছর আগের কথা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করেও সেই ম্যাচ ৩৮ রানে জিতেছিল ভারত। ওয়ানডেতে এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড ছিল না এর আগে। এতদিন ধরে তা ভারতের দখলেই ছিল। কিন্তু আজ বদলে গেছে দৃশ্যপট। বিশ্বকাপ লিগ টুয়ের ম্যাচে ১২২ রানের পুঁজি নিয়েও জেতার রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। আল আমেরাত স্টেডিয়ামে ওমানের বিপক্ষে ৫৭ রানের বড় জয় পায় তারা।

এই ম্যাচে আরও একটি নজিরবিহীন রেকর্ডও হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচের সবগুলো ওভারই করেছেন স্পিনাররা। তবে সবগুলো উইকেট তাঁদের পকেটে যায়নি শুধুমাত্র একজনের কারণে। নাম তার নশতুশ কেনজিগে। স্পিনারদের ফাঁদে না পড়লেও রান আউটের শিকার হয়েছেন তিনি। তবে বল হাতে যুক্তরাষ্ট্রের অন্যতম জয়ের নায়ক। ৭.৩ ওভারে কেবল ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যার ফলে ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬৫ রানেই গুটিয়ে যায় ওমান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হামাদ মির্জা। এ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এর আগে ব্যাটিংয়ে ঢাল হয়ে দাঁড়ান মিলিন্দ কুমার। ৮২ বলে ৬ চারে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। বাকিরা কেউই ১৬ রানের বেশি করতে পারেনি। ব্যাটিংয়ের পর বোলিংয়ে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি করে উইকেট নেন ইয়াসির মোহাম্মদও। বাকি একটি উইকেট যায় হারমিত সিংয়ের দখলে।

এদিকে শারজায় পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ইমরান খানের তোপের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। ১০ ওভারে কেবল ১৪ রান দিয়ে ৬ উইকেট নেন ইমরান। ওয়ানডেতে কিংবদন্তি এই পেসারের এটাই ক্যারিয়ারসেরা বোলিং। কিন্তু সেটি জয়ে রাঙাতে পারেনি পাকিস্তান। উল্টো ৮৭ রানে গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে কপিল দেব সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া লক্ষণ শিভারামাকৃষ্ণন ও রবি শাস্ত্রী দুটি, রজার বিনি ও মদন লাল শিকার করেন একটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত