ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের ডিউটির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন রিশাদ হোসেন। ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ার পর পুনরায় পিএসএল শুরু হলেও গতকালই প্রথম মাঠে নামলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়ালিফায়ার ম্যাচে কী দুর্দান্ত প্রত্যাবর্তনই করলেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলার পথে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
জাতীয় দলের আরেক সতীর্থ সাকিব আল হাসান ব্যর্থ হলেও রিশাদ দেখিয়েছেন ঝলক। ব্যাট হাতেও ২ বলে করেন ৫ রান। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিলেন ‘শূন্য’।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওপেনার মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার ঝোড়ো ফিফটিতে ২০২ রান তোলে লাহোর। নাইম ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। সমানসংখ্যক চার ও ছক্কায় ৩৫ বলে ৬১ রান আসে পেরেরার ব্যাট থেকে। সাকিব ২ বলে ফেরেন ০ রানে। রিশাদ ২ বল মোকাবিলায় একটি চারের সহায়তায় করেছেন ৫ রান। ইসলামাবাদের তায়মাল মিলস নিয়েছেন ৩টি উইকেট।
২০৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ। দলের দুই ব্যাটার সালমান আলি আঘা (৩৩) ও শাদাব খান (২৬) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৫.১ ওভারেই অলআউট হয়ে যায় ইসলামাবাদ। লাহোরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, সালমান মির্জা ও রিশাদ। শাহিন শাহ ৩ উইকেটের জন্য খরচ করেন ৩ রান। ম্যাচসেরা সালমান মির্জা দিয়েছেন ১৫ রান, রিশাদ দিয়েছেন ৩৪ রান।
তবে রিশাদের ৩টি উইকেট ছিল বেশ গুরুত্বপূর্ণ। সালমান আলি, শাদাব ও জিমি নিশামকে ফেরান দুর্দান্ত ঘূর্ণিতে। কাল একই মাঠে ফাইনালে শিরোপার জন্য লড়বে লাহোর ও কোয়েটা গ্লাডিয়েটর্স।
জাতীয় দলের ডিউটির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন রিশাদ হোসেন। ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ার পর পুনরায় পিএসএল শুরু হলেও গতকালই প্রথম মাঠে নামলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়ালিফায়ার ম্যাচে কী দুর্দান্ত প্রত্যাবর্তনই করলেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলার পথে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
জাতীয় দলের আরেক সতীর্থ সাকিব আল হাসান ব্যর্থ হলেও রিশাদ দেখিয়েছেন ঝলক। ব্যাট হাতেও ২ বলে করেন ৫ রান। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিলেন ‘শূন্য’।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওপেনার মোহাম্মদ নাইম ও কুশল পেরেরার ঝোড়ো ফিফটিতে ২০২ রান তোলে লাহোর। নাইম ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। সমানসংখ্যক চার ও ছক্কায় ৩৫ বলে ৬১ রান আসে পেরেরার ব্যাট থেকে। সাকিব ২ বলে ফেরেন ০ রানে। রিশাদ ২ বল মোকাবিলায় একটি চারের সহায়তায় করেছেন ৫ রান। ইসলামাবাদের তায়মাল মিলস নিয়েছেন ৩টি উইকেট।
২০৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ। দলের দুই ব্যাটার সালমান আলি আঘা (৩৩) ও শাদাব খান (২৬) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৫.১ ওভারেই অলআউট হয়ে যায় ইসলামাবাদ। লাহোরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, সালমান মির্জা ও রিশাদ। শাহিন শাহ ৩ উইকেটের জন্য খরচ করেন ৩ রান। ম্যাচসেরা সালমান মির্জা দিয়েছেন ১৫ রান, রিশাদ দিয়েছেন ৩৪ রান।
তবে রিশাদের ৩টি উইকেট ছিল বেশ গুরুত্বপূর্ণ। সালমান আলি, শাদাব ও জিমি নিশামকে ফেরান দুর্দান্ত ঘূর্ণিতে। কাল একই মাঠে ফাইনালে শিরোপার জন্য লড়বে লাহোর ও কোয়েটা গ্লাডিয়েটর্স।
কিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেদুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো...
৩ ঘণ্টা আগে