ক্রীড়া ডেস্ক
কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। পঞ্চপাণ্ডব ছাড়া প্রথমবার ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকটা তারুণ্য নির্ভর একাদশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টস করতে নেমেছেন।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে মিলান রত্নায়েকে।
তানজিদ হাসান তামিম, ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। পেটের পীড়ায় অসুস্থ ছিলেন রিশাদ হোসেন। একাদশে সুযোগ হয়নি এই লেগ স্পিনারের।
স্পিন আক্রমণে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তাঁর। এবার ৫০ ওভারের সংস্করণেও অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের। পেস বোলিং আক্রমণে আছেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর খেলছেন তাসকিন।
ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের রেকর্ডও দারুণ। ১৪ ইনিংসে মোস্তাফিজের শিকার ২৩, তাসকিন ১৩ ইনিংস নিয়েছেন ২২ উইকেট।
শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাতুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আছেন নিশান মাদুশকা। প্রত্যাশিতভাবে কুশল মেন্ডি, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কারা আছেন মিডল অর্ডার সামলাতে। বোলিং আক্রমণে—তিন পেসারের সঙ্গে দুই স্পিনার লঙ্কানদের একাদশে। রহস্য স্পিনার মহেশ তিকসানার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ঘূর্ণি আক্রমণে। পতোপ দাগতে আছেন আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকে।
বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কার একাদশ:
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকসানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্দো।
কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। পঞ্চপাণ্ডব ছাড়া প্রথমবার ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকটা তারুণ্য নির্ভর একাদশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টস করতে নেমেছেন।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে মিলান রত্নায়েকে।
তানজিদ হাসান তামিম, ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। পেটের পীড়ায় অসুস্থ ছিলেন রিশাদ হোসেন। একাদশে সুযোগ হয়নি এই লেগ স্পিনারের।
স্পিন আক্রমণে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তাঁর। এবার ৫০ ওভারের সংস্করণেও অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের। পেস বোলিং আক্রমণে আছেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর খেলছেন তাসকিন।
ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের রেকর্ডও দারুণ। ১৪ ইনিংসে মোস্তাফিজের শিকার ২৩, তাসকিন ১৩ ইনিংস নিয়েছেন ২২ উইকেট।
শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাতুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আছেন নিশান মাদুশকা। প্রত্যাশিতভাবে কুশল মেন্ডি, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কারা আছেন মিডল অর্ডার সামলাতে। বোলিং আক্রমণে—তিন পেসারের সঙ্গে দুই স্পিনার লঙ্কানদের একাদশে। রহস্য স্পিনার মহেশ তিকসানার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ঘূর্ণি আক্রমণে। পতোপ দাগতে আছেন আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকে।
বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কার একাদশ:
নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকসানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্দো।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৫ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে