Ajker Patrika

কলকাতা নাকি হায়দরাবাদ, এবার কে জিতবে আইপিএল

আপডেট : ২৬ মে ২০২৪, ১৬: ৫৮
কলকাতা নাকি হায়দরাবাদ, এবার কে জিতবে আইপিএল

আবারও কি তবে ভারতে শিরোপা জিততে যাচ্ছেন প্যাট কামিন্স? আজ চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারালে অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল জিতবেন অস্ট্রেলিয়ান পেসার। 

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক কামিন্সকে শিরোপা জিততে হলে আজ রাতে হারাতে হবে তাঁরই জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্কের দল কলকাতাকে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায় শীর্ষ দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দুই পেসার। সবশেষ নিলামে ২০ কোটি ৫০ লাখ টাকায় কামিন্সকে হায়দরাবাদ নিলে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। 

কিন্তু কামিন্সের রেকর্ডটা খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না। কিছুক্ষণ পরেই যে ২৪ কোটি ৭৫ লাখ টাকা দাম ওঠে ৮ বছর পর আইপিএলে ফেরা স্টার্কের। কলকাতা তাঁকে কিনে নেওয়ায় আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান বাঁহাতি পেসার। তবে শুরুর দিকে পারফরম্যান্স করতে না পারায় সমালোচনা শুনতে হয়েছিল স্টার্ককে। শেষ দিকে ১৫ উইকেট নিয়ে এখন কলকাতার পেস বোলিংয়ের নেতা তিনি। 

এতে নিলামের মতো শিরোপার লড়াইয়েও দুই অস্ট্রেলিয়ান পেসারের দারুণ প্রতিদ্বন্দ্বিতাই অপেক্ষা করছে আজকের ফাইনালে। পরশু কামিন্সের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ছয় বছর পর আবারও ফাইনালে উঠেছে সানরাইজার্স। অধিনায়ক হয়ে শিরোপা জয়ের সুযোগ পাওয়ার আগে অবশ্য ফাইনালের প্রতিপক্ষ কলকাতার হয়েই ২০১৪ সালে শিরোপা জিতেছেন কামিন্স। এবার তাঁর কাঁধে হায়দরাবাদকে দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার দায়িত্ব। কলকাতা জিতলে এটি হবে তাদের তৃতীয় শিরোপা।

ফাইনাল খেলতে নামার আগে অবশ্য কলকাতা-হায়দরাবাদকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতে কিছুটা বৃষ্টির শঙ্কা আছে চেন্নাইয়ে। তবে সেটা খুব বেশি নয়, ৪ শতাংশের মতো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অ্যাকুওয়েদার। আর যদি ভারী মাত্রার বৃষ্টির কারণে রাতে খেলা না হয় তাহলে আগামীকাল রিজার্ভ ডেতে ম্যাচ গড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত