Ajker Patrika

সেমির সম্ভাবনা দেখি বাংলাদেশের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৫: ৩৭
সেমির সম্ভাবনা দেখি বাংলাদেশের

এটা দেখে খুবই ভালো লাগছে যে, বাছাইপর্বে ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। ভারতে বিশ্বকাপ খেলাটা তারা ডিজার্ভ করে। ছেলেরা এটা অর্জন করে নিয়েছে।আইসিসির সহযোগী দেশ হিসেবে ডাচরা এখন ভালোভাবেই এগিয়ে আসছে। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা, এখন ৫০ ওভারের বিশ্বকাপ। এটা দারুণ ব্যাপার।

এই বিশ্বকাপ সামনে রেখে কয়েক বছর ধরেই কঠিন পরিশ্রম করেছে দল। সেই পরিশ্রমের ফসল পাওয়া যাচ্ছে এখন। বাছাইপর্বে অ্যাকারম্যান, ক্লাসেনদের মতো কাউন্টিতে খেলা ক্রিকেটারদের পেলে দলের জন্য আরও দারুণ ব্যাপার হতো। অন্য ছেলেরা অবশ্য হাল ছাড়েনি। তারা টুর্নামেন্টের আগে নিজেদের সেরা প্রস্তুতিটা নিয়েছে। টুর্নামেন্টে তারা সেটা দেখিয়েছেও। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা মনে থাকবে। ম্যাচটা জেতার জন্য আমরা উদগ্রীব ছিলাম। জেসন হোল্ডারের শেষ বলে ক্যাচ হলো, আমি টিভি স্ক্রিনে বারবার দেখছিলাম নো বল হলো কি না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা সুপার ওভারে গেল। টুর্নামেন্টে যে সুপার ওভার থাকছে, এ বিষয়ে আমাদের মধ্যে আগেই আলোচনা হয়েছিল। লগান ফন বিক আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। দুর্দান্ত একটা ইনিংস খেলেছে।

নিজেদেরকে আমরা ভালো দল মনে করি, যারা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে। সুপার লিগে আমরা ভালো করেছি। কিছু কিছু সময় হয়তো সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারিনি। কিন্তু আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় কমতি রাখিনি। আমরা প্রতিনিয়ত ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি। বাছাইপর্বে ছেলেরা লড়াই করার মানসিকতাও দেখিয়েছে। বিশ্বকাপে আমাদের কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটা সম্পর্কে ধারণা নিয়েই আমরা ভারতে যাব। ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। তিন-চার বছর ধরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। সুপার লিগের টেবিলের দিকে তাকালেই যে কেউ এটা বুঝতে পারবে। কিছু ক্রিকেটার অনেক দিন ধরে দলকে সার্ভিস দিচ্ছে, নতুন ক্রিকেটার উঠে এসেছে। শক্তিশালী বাংলাদেশ দলের বিপক্ষে খেলার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসী যে, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।

আমরা যখন কোচিং স্টাফে ছিলাম, তখন ভাবনায় ছিল, র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলের একটি বিশ্বকাপ জিতবে। এর বাইরের দলগুলোর জন্য যেটাকে কঠিন ভাবা হতো। বাংলাদেশ গত কয়েক বছরে ঘরে এবং ঘরের বাইরে ওয়ানডেতে একটা জিনিস দেখিয়েছে, তারা যেকোনো দলের সঙ্গে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ওয়ানডে ম্যাচ জেতার জন্য তাদের সব ধরনের উপকরণ রয়েছে। আমি মনে করি, অবশ্যই তাদের সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত