Ajker Patrika

‘কারস্টেনের হঠাৎ পদত্যাগ পাকিস্তানকে অনেক ঝামেলায় ফেলবে’

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্যারি কারস্টেন। ছবি: ক্রিকইনফো
পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্যারি কারস্টেন। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পালাবদলের খেলা খুব পরিচিত ঘটনা। বোর্ড সভাপতির পদের মেয়াদ কত দিন হবে, সেটা নিয়েই থাকে অনিশ্চয়তা। সেখানে ঘনঘন কোচ পরিবর্তন মামুলি ব্যাপার। এভাবে হঠাৎ করে কোচের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু মনে করছেন না রমিজ রাজা।

৪ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজ। এমন মুহূর্তে হঠাৎ করে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেন গ্যারি কারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের হঠাৎই চাকরি ছেড়ে দেওয়া পাকিস্তানকে অনেক ঝামেলায় ফেলবে বলে মনে করেন রমিজ। অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘কারস্টেনের পদত্যাগের পর যে ধরনের প্রতিক্রিয়া থাকবেন, তাতে আন্তর্জাতিক কোচ খুঁজতে গেলে অনেক ঝামেলা হবে। আন্তর্জাতিক পর্যায়ের এমন প্রতিভা পাওয়া সহজ হবে না পাকিস্তানের জন্য।’

কোনো সফরের আগে হঠাৎ কোচের পদত্যাগ ভালোভাবে দেখছেন না রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই সভাপতি বলেন,‘এটা ভালো খবর না (কারস্টেনের পদত্যাগ)। কারণ পাকিস্তানের অভিজ্ঞ কাউকে একজন দরকার। কোনো একটা সফরের আগে এমনটা ভালো দেখায় না।’

এ বছরের এপ্রিলে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন কারস্টেন। যে ছয় মাস ছিলেন, সেই সময় তাঁর অধীনে শুধু টি-টোয়েন্টিই খেলেছিল পাকিস্তান। ৮ টি-টোয়েন্টির মধ্যে দুটি আবার ছিল পরিত্যক্ত। জিতেছে কেবল দুটি। অথচ কারস্টেনের সঙ্গে পিসিবির চুক্তি ছিল ২ বছরের।

ওয়ানডে দল নিয়ে কারস্টেনের কী পরিকল্পনা ছিল, সেটা জানা দরকার ছিল বলে মনে করেন রমিজ। পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি জানি না গ্যারি কারস্টেনকে স্পষ্ট কিছু জানানো হয়েছিল কি না। অথবা তিনি কীভাবে পাকিস্তানের ওয়ানডে দলটা পরিচালনা করতে চেয়েছিলেন, তিনি কী অর্জন করতে চেয়েছিলেন। এই ব্যাপারটা তো আমি গোপন করছি না।’

পিসিবির কিছু কাজে কারস্টেন অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ক্রিকইনফোর গতকালের প্রতিবেদনে জানা গেছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বোর্ডের এই কাজের সময় থাকতে চেয়েছিলেন কারস্টেন। তবে সে সময় তিনি পাকিস্তানে ছিলেন না। এমন পরিস্থিতিতে পরশু এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে। সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় আগা সালমানের নাম।

কারস্টেন চলে যাওয়ায় পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় জেসন গিলেস্পির কাঁধে। গিলেস্পি প্রথমে ছিলেন পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্বে। কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। তাতে ৯ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে সিরিজ জয়ের কীর্তি গড়ে পাকিস্তানিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত