Ajker Patrika

এবার মুশফিক-মিরাজের চোট

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ৩৮
এবার মুশফিক-মিরাজের চোট

শ্রীলঙ্কা সিরিজের আগে চোটে আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে  বাংলাদেশ দলে। তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর এবাদত হোসেনের পর এবার চোটে পড়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। আরো দুই জনের চোটে চিন্তা বেড়েছে বাংলাদেশে।

আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল-প্রাইম ব্যাংক ম্যাচে চোট পান এ দুই অভিজ্ঞ ক্রিকেটার।

এই ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ২৩২ রানের পুঁজি পায় শেখ জামাল। ২৩৩ রানের লক্ষ্য ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। তাদের ইনিংসের দশম ও ১৭তম ওভারর চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিক আর মিরাজ।

পারভেজ রসুলের করা ইনিংসের ১০ ওভারের চতুর্থ বলটি লেগ গ্লানস করেন ওপেনার এনামুল হক বিজয়। সেই বলটি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান মুশফিক। সে চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে চোট নিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথে তার অভিব্যক্তি মোটেও সুখকর ছিল না। 

মুশফিকের চোটের প্রসঙ্গে শেখ জামাল দলের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে, ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনই বলা মুশকিল। যদি ফ্যাকচার না হয় তবে খুব একটা সমস্যা হবে না। বোর্ডের ডাক্তাররা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

ইনিংসের ১৭তম ওভারে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতেই কনুই আঙুল ফেটে যায় মিরাজের। সঙ্গে সঙ্গে মাটতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার। দ্রুত ড্রেসিং রুমে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় মিরাজকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর হাতে ব্যান্ডেজ করে  তাকে পাশবর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

মিরাজের চোট নিয়ে রফিক বলেন, ‘একটু ফেটে গেছে আর আঙুলের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল বোঝা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত