নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রথম টেস্টের হাইলাইটস যেন চলছে দ্বিতীয় টেস্টেও! উইকেট বদল গেলেও চরিত্র একই। রান উঠছে। নিস্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান—দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম টেস্টের মতো এই টেস্টেও বড় সংগ্রহের দিকে ছুঁটছে। চা বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮৮ রান।
লঙ্কানদের এই রানের ধারা আটকানোর একটা সুযোগ অবশ্য এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের মতো এই টেস্টেও দারুণ বোলিং করে যাওয়া তাসকিন আহমেদের নামের পাশে লঙ্কান অধিনায়ক করুনারত্নের উইকেটটি প্রথম সেশনেই থাকত, যদি নাজমুল হোসেন ক্যাচটা ধরতেন!
২০তম ওভারের শেষ বলটা বাউন্স দিয়ে করুনারত্নের বুক বরাবর তুলেছিলেন তাসকিন। সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে নাজমুলের হাতে গেলেও তিনি ধরে রাখতে পারেননি। উইকেট থেকে তেমন কিছু পাওয়ার না থাকলেও তাসকিন অন্য ওপেনার থিরিমান্নাকেও কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন।
অন্য বোলারদের সুযোগ তৈরি করতে না পারা, ক্যাচ মিসের সুযোগে করুনারত্নে তুলে নিয়েছেন সিরিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি। আরেক ওপেনার থিরিমান্নে অপরাজিত ৮০ রানে।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক মুমিনুল হকের ৯ ওভারেই ব্যবহার করে ফেলেছেন ৪ বোলার। এই টেস্টে ৯৭ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুরুতে দারুণ বোলিং করলেও এই বাঁহাতি পেসার বাজে বোলিংও করেছেন যথেষ্ট। অন্য পেসার আবু জায়েদ এখনো নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সুযোগ সৃষ্টি করতে পারেননি দুই স্পিনার তাইজুল–মিরাজও। এর ফলে দুটি সেশনই নিজেদের করে নিচ্ছেন করুনারত্নরা।
ঢাকা: প্রথম টেস্টের হাইলাইটস যেন চলছে দ্বিতীয় টেস্টেও! উইকেট বদল গেলেও চরিত্র একই। রান উঠছে। নিস্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান—দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম টেস্টের মতো এই টেস্টেও বড় সংগ্রহের দিকে ছুঁটছে। চা বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮৮ রান।
লঙ্কানদের এই রানের ধারা আটকানোর একটা সুযোগ অবশ্য এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের মতো এই টেস্টেও দারুণ বোলিং করে যাওয়া তাসকিন আহমেদের নামের পাশে লঙ্কান অধিনায়ক করুনারত্নের উইকেটটি প্রথম সেশনেই থাকত, যদি নাজমুল হোসেন ক্যাচটা ধরতেন!
২০তম ওভারের শেষ বলটা বাউন্স দিয়ে করুনারত্নের বুক বরাবর তুলেছিলেন তাসকিন। সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে নাজমুলের হাতে গেলেও তিনি ধরে রাখতে পারেননি। উইকেট থেকে তেমন কিছু পাওয়ার না থাকলেও তাসকিন অন্য ওপেনার থিরিমান্নাকেও কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন।
অন্য বোলারদের সুযোগ তৈরি করতে না পারা, ক্যাচ মিসের সুযোগে করুনারত্নে তুলে নিয়েছেন সিরিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি। আরেক ওপেনার থিরিমান্নে অপরাজিত ৮০ রানে।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক মুমিনুল হকের ৯ ওভারেই ব্যবহার করে ফেলেছেন ৪ বোলার। এই টেস্টে ৯৭ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুরুতে দারুণ বোলিং করলেও এই বাঁহাতি পেসার বাজে বোলিংও করেছেন যথেষ্ট। অন্য পেসার আবু জায়েদ এখনো নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সুযোগ সৃষ্টি করতে পারেননি দুই স্পিনার তাইজুল–মিরাজও। এর ফলে দুটি সেশনই নিজেদের করে নিচ্ছেন করুনারত্নরা।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৩ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে