নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম। ৫ ওভারে ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ২৭ রান।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।
নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম। ৫ ওভারে ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ২৭ রান।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।
তরুণ থেকে প্রবীণ—হবিগঞ্জের স্নানঘাট গ্রামের সব বয়সী মানুষের ভেতর বইছে একই উন্মাদনা। কারণ, হামজা চৌধুরী আসছেন। হবিগঞ্জে এর আগেও বেশ কয়েকবার পা রেখেছেন তিনি। কিন্তু বাংলাদেশের ফুটবলার হিসেবে এবারই প্রথম আসা হচ্ছে তাঁর। তাঁকে ঘিরে হবিগঞ্জজুড়ে ঈদের মতোই উৎসবের আমেজ বিরাজ করছে।
১৮ মিনিট আগেদুর্দান্ত ঢাকা থেকে নাম বদলে ২০২৫ বিপিএলে ফ্র্যাঞ্চাইটি খেলেছে ঢাকা ক্যাপিটালস নামে। এবার ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী ছিলেন শাকিব খান। দলের সমর্থনে প্রায়ই মাঠে দেখা গেলেও হতাশ হতে হয়েছে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ নামে পরিচিত এই নায়ককে।
১ ঘণ্টা আগেবাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ‘অপমানে’র শিকার হয়েছে এশিয়ার দলটি।
২ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ম্যাচের জন্য গতকাল থেকে অনুশীলন শুরু করেছে ভারত। শুরুর দিনই বড়সর বার্তা দিয়ে রাখলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। বাংলাদেশকে শুধু হারানোই নয়, নিজেদের গোলবারও অক্ষত রাখতে চান তিনি।
৩ ঘণ্টা আগে