Ajker Patrika

কী গল্প বদলাতে চাইছেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৩: ৫৭
কী গল্প বদলাতে চাইছেন মাহমুদউল্লাহ

বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর একাডেমি মাঠে হঠাৎই অনুশীলনে দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদকে। ব্যাটিং অনুশীলন করলেন বেশ কিছুক্ষণ। এর মধ্যেই এই অলরাউন্ডারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনুশীলনের একটি ছবি পোস্ট হলো। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘চ্যালেঞ্জ ইউর স্টোরি!’ অর্থাৎ মাহমুদউল্লাহর সামনে একটি চ্যালেঞ্জ, যে গল্প বদলাতে চাইছেন তিনি।

দ্বিতীয় মেয়াদে চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর এই বছরের মার্চে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এর পরই বিশ্রামের মোড়কে দল থেকে বাদ পড়েন তিনি। বিশ্বকাপে মাহমুদউল্লাহ থাকবেন কি না, এ ব্যাপারেও অনেক আলোচনা হচ্ছে। তাঁর ৭ নম্বর পজিশনে কয়েকজন খেলোয়াড়কে পরীক্ষা-নিরীক্ষা করলেও সেভাবে কেউই ভালো করতে পারেননি। তাই অভিজ্ঞ মাহমুদউল্লাহ আবারও আলোচনায়।

এদিকে বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে ২৯ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। ২৭-২৮ জন খেলোয়াড় থাকবেন এই ক্যাম্পে। দুই দিন আগে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ক্যাম্পে প্রতি পজিশনে অন্তত দুজন খেলোয়াড়কে রাখবেন তাঁরা। আগামী শনিবারের মধ্যে ক্যাম্পের স্কোয়াডও জানাবে বিসিবি।

মাহমুদউল্লাহকে ফেরানোর ব্যাপারে নান্নু অবশ্য কোনো কিছুই স্পষ্ট করেননি সেদিন। বলেছিলেন, ‘এটা এভাবে এখন আমি বলতে পারব না। আমরা ফাইনাল স্কোয়াডটা করে নিই। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব। করার পরে তারপর আমরা আপডেটটা দিতে পারব।’

তবে আজ মাহমুদউল্লাহর পোস্ট ও অনুশীলন যেন ভিন্ন বার্তা দিল। গল্প বদলানোর চ্যালেঞ্জ তাঁর সামনে। তবে কী গল্প বদলাতে চাইছেন মাহমুদউল্লাহ? বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পেই তাঁকে ডাকা হচ্ছে, নাকি সামনে আরও বড় কোনো খবর দিতে যাচ্ছেন সমর্থকদের!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত