জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৮ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে