ক্রীড়া ডেস্ক
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৩ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৪ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৯ ঘণ্টা আগে