জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে