অধিনায়কদের ঝামেলার যেন কোনো অন্ত নেই। মাঠের পারফরম্যান্স তো বটেই, দল হারলে দলপতিদের সইতে হয় প্রচুর সমালোচনা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান অঘটনের শিকার হওয়ার পর তোপের মুখে বাবর আজম।
ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে পরশু যুক্তরাষ্ট্রকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শেষ ৩ বলে দরকার হয় ১২ রান। শেষ ওভারের চতুর্থ বলে হারিস রউফের ফুলটসকে ছক্কা মেরে বসেন অ্যারন জোনস। পরের বলে ১ রান নেন জোনস। শেষ বলে চার মেরে সুপার ওভারে নিয়ে যান নীতিশ কুমার। সুপার ওভারে হেসেখেলে ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র।
হাতের মুঠোয় ম্যাচ থাকার পরও পাকিস্তান হারায় মিসবাহ উল হক ক্ষোভ ঝেড়েছেন বাবরের ওপর। এমনকি বাবরের নেতৃত্বে গত বছর যখন বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তান ব্যর্থ হয়েছে, সেই প্রসঙ্গও এবার তোলেন মিসবাহ। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে মিসবাহ বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে যখন লক্ষ্য ডিফেন্ড করতে হবে, বাবরের সেই ধরনের কোনো স্মার্টনেস নেই। এমনকি দল নির্বাচনের সময়ও দেখেছি যে গত ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপে ঠিকমতো তা কাজ করেনি। তখন সমাধানের জন্য কোনো চেষ্টা করে না। আপনাকে তো সমাধান বের করতে হবে। ডেথ ওভারের বোলিংয়ের ক্ষেত্রে আপনি স্লোয়ার করছেন ফুল পিচ অথবা মিড অফ ভেতরে রাখছেন। মিড অফের ওপর দিয়ে বাউন্ডারি হয়েছে। তবে কোনো শিক্ষা নেওয়া হয়নি।’
শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস, নাসিম শাহ ও শাদাব খান—স্বীকৃত পাঁচ বোলার থাকার পরও খণ্ডকালীন স্পিনার ইফতিখার আহমেদকে দিয়ে বোলিং করান বাবর। ১২তম ওভারে ইফতিখার যখন বোলিং করেন, তখন যুক্তরাষ্ট্র নেয় ১০ রান। দুটি চার মেরেছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ম্যাচে অধিনায়ক বাবরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিসবাহ, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অনিয়মিত এক স্পিনারকে দিয়ে দুই ডান হাতি ব্যাটারকে থিতু হতে দেওয়া। নতুন বলের ক্ষেত্রে নাসিমের আগে আপনি হঠাৎ করে আমিরকে নিয়ে আসছেন।’
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন যুক্তরাষ্ট্র। দুই ও তিনে থাকা ভারত ও কানাডা দুই দলেরই পয়েন্ট ২। ভারত ও কানাডার নেট রানরেট +৩.০৬৫ ও -০.২৭৪। ভারত ১ ম্যাচ খেললেও কানাডা খেলেছে ২ ম্যাচ। নিউইয়র্কে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
অধিনায়কদের ঝামেলার যেন কোনো অন্ত নেই। মাঠের পারফরম্যান্স তো বটেই, দল হারলে দলপতিদের সইতে হয় প্রচুর সমালোচনা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান অঘটনের শিকার হওয়ার পর তোপের মুখে বাবর আজম।
ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে পরশু যুক্তরাষ্ট্রকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শেষ ৩ বলে দরকার হয় ১২ রান। শেষ ওভারের চতুর্থ বলে হারিস রউফের ফুলটসকে ছক্কা মেরে বসেন অ্যারন জোনস। পরের বলে ১ রান নেন জোনস। শেষ বলে চার মেরে সুপার ওভারে নিয়ে যান নীতিশ কুমার। সুপার ওভারে হেসেখেলে ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র।
হাতের মুঠোয় ম্যাচ থাকার পরও পাকিস্তান হারায় মিসবাহ উল হক ক্ষোভ ঝেড়েছেন বাবরের ওপর। এমনকি বাবরের নেতৃত্বে গত বছর যখন বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তান ব্যর্থ হয়েছে, সেই প্রসঙ্গও এবার তোলেন মিসবাহ। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে মিসবাহ বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে যখন লক্ষ্য ডিফেন্ড করতে হবে, বাবরের সেই ধরনের কোনো স্মার্টনেস নেই। এমনকি দল নির্বাচনের সময়ও দেখেছি যে গত ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপে ঠিকমতো তা কাজ করেনি। তখন সমাধানের জন্য কোনো চেষ্টা করে না। আপনাকে তো সমাধান বের করতে হবে। ডেথ ওভারের বোলিংয়ের ক্ষেত্রে আপনি স্লোয়ার করছেন ফুল পিচ অথবা মিড অফ ভেতরে রাখছেন। মিড অফের ওপর দিয়ে বাউন্ডারি হয়েছে। তবে কোনো শিক্ষা নেওয়া হয়নি।’
শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস, নাসিম শাহ ও শাদাব খান—স্বীকৃত পাঁচ বোলার থাকার পরও খণ্ডকালীন স্পিনার ইফতিখার আহমেদকে দিয়ে বোলিং করান বাবর। ১২তম ওভারে ইফতিখার যখন বোলিং করেন, তখন যুক্তরাষ্ট্র নেয় ১০ রান। দুটি চার মেরেছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ম্যাচে অধিনায়ক বাবরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিসবাহ, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অনিয়মিত এক স্পিনারকে দিয়ে দুই ডান হাতি ব্যাটারকে থিতু হতে দেওয়া। নতুন বলের ক্ষেত্রে নাসিমের আগে আপনি হঠাৎ করে আমিরকে নিয়ে আসছেন।’
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন যুক্তরাষ্ট্র। দুই ও তিনে থাকা ভারত ও কানাডা দুই দলেরই পয়েন্ট ২। ভারত ও কানাডার নেট রানরেট +৩.০৬৫ ও -০.২৭৪। ভারত ১ ম্যাচ খেললেও কানাডা খেলেছে ২ ম্যাচ। নিউইয়র্কে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৬ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে