Ajker Patrika

পাকিস্তানের আবহাওয়ার কথাও ভাবতে হচ্ছে বাংলাদেশকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৭: ১৬
পাকিস্তানের আবহাওয়ার কথাও ভাবতে হচ্ছে বাংলাদেশকে 

ইসলামাবাদে ক্লাব ক্রিকেট ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে মঙ্গলবারের প্রস্তুতি বৃষ্টিবাধায় পণ্ড হয়েছিল। হোটেলবন্দী ছিল পুরো দল। গতকাল ইসলামাবাদে বৃষ্টি থাকলেও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ঠিকঠাক প্রস্তুতি নিয়েছে। তবু আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাকিব-শান্তদের। আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস আছে।

শুক্রবার টেস্টের প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস। তবু এই মুহূর্তে রাওয়ালপিন্ডির বৃষ্টিভেজা কন্ডিশনে দুই দলকেই সমন্বয় নিয়ে ভাবতে হচ্ছে। বাংলাদেশকে অবশ্য পাকিস্তানের মতো খুব বেশি ভাবতে হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, উইনিং কম্বিনেশন ভাঙলে বড়জোর তরুণ পেসার নাহিদ রানার জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ফিজিওর কাছ থেকে এরই মধ্যে পেয়েছেন ছাড়পত্র। বাংলাদেশ দল অনেক দিন পর একটা টেস্ট খেলল, যেটিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই ভালো নম্বর দিতে হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে দলের একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্টকে কিছুটা মধুর সমস্যায় পড়তেই হচ্ছে।

বাংলাদেশ দল গতকাল অনুশীলনে পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করার চেয়ে স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশি সময় কাটিয়েছে। অনুশীলন নেটে স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান বেশ লম্বা সময় নিয়ে বোলিং করেছেন।

দ্বিতীয় টেস্টের আগে জয়ের নায়ক মুশফিকুর রহিম পেয়েছেন সুসংবাদ, ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে ব্যাটারদের টেস্ট র‍্যাঙ্কিং তালিকায় উঠেছেন ১৭তম স্থানে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে একই অবস্থানে উঠেছিলেন ‘মিস্টার ডিফেন্ডেবল’ উইকেটরক্ষক ব্যাটার। তাঁর বর্তমানে ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ারসেরা। সিরিজের শেষ টেস্টের আগে দলের সেরা ব্যাটারের এই সুখবর তাঁকে আরও উজ্জীবিত করবে নিশ্চিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত