ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার।
এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে।
রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’
তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল।
গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’
ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার।
এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে।
রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’
তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল।
গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১২ ঘণ্টা আগে