Ajker Patrika

তাসকিনের আবার কী হলো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৬: ১৩
তাসকিনের আবার কী হলো

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার। 

এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে। 

রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’ 

তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল। 

আবারও চোটে পড়েছেন তাসকিনগতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত