Ajker Patrika

দিনটা অস্ট্রেলিয়ার করে রাখলেন লাবুশেন

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯: ৫৪
দিনটা অস্ট্রেলিয়ার করে রাখলেন লাবুশেন

সাদা পোশাকে দারুণ ছন্দে আছেন মারনাস লাবুশেন। পার্থে আজ শুরু হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টেও রানফোয়ারা ছুটিয়েছেন লাবুশেন। দুর্দান্ত এক সেঞ্চুরি করে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার করে রাখলেন এই ব্যাটার। প্রথম দিন অস্ট্রেলিয়া শেষ করেছে ২ উইকেটে ২৯৩ রানে।

পার্থ স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ৯ রানেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে দেন জেইডেন সিলস। মাত্র ৫ রান করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার। এরপর তিন নম্বরে উইকেটে আসেন মারনাস লাবুশেন। আরেক ওপেনার উসমান খাজাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন লাবুশেন। দ্বিতীয় উইকেটে খাজা-লাবুশেন যোগ করেন ১৪২ রান। খাজাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কাইল মায়ার্স। ৬৫ রান করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ওপেনার। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি।

খাজা-লাবুশেনের জুটি ভাঙার পর উইকেটে আসেন স্টিভ স্মিথ। স্মিথকে  নিয়ে তৃতীয় উইকেটে আরও একটি ১৪২ রানের মহাকাব্যিক জুটি গড়লেন লাবুশেন। সাদা পোশাকে লাবুশেন তুলে নেন অষ্টম সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে ৩৭তম ফিফটি পেয়েছেন স্মিথ। এই দুই ব্যাটার অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন। লাবুশেন অপরাজিত আছেন ১৫৪ রান করে এবং স্মিথ ৫৯ রান করে আছেন অপরাজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত