Ajker Patrika

সাত ক্রিকেটার নিয়ে কীভাবে খেলবে খেলাঘর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৩, ১১: ০৬
সাত ক্রিকেটার নিয়ে কীভাবে খেলবে খেলাঘর

দাবি-দাওয়া ও বিভিন্ন আপত্তি তুলে এবারের মেয়েদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) থেকে সরে যায় শেখ রাসেল ও অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। একটি আপত্তির কবলে পড়ে ডিপিএলের মাঝপথে এসে এবার বিপাকে পড়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আগামী জুনে হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে অধিনায়কসহ পাঁচ ক্রিকেটারই ডিপিএল খেলছেন খেলাঘরের হয়ে। 

গতকাল আজকের পত্রিকাকে খেলাঘরের এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিএলে ১২ জন খেলোয়াড় নিয়ে দল করেছেন তাঁরা। এর মধ্যে পাঁচ ক্রিকেটার ইমার্জিংয়ের দলে আছেন। এখন সাত ক্রিকেটার নিয়ে কীভাবে বাকি টুর্নামেন্ট খেলবেন, তা নিয়ে আছেন বেশ বিপাকে। 

 ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন খেলাঘর এই মৌসুমে প্রথম ম্যাচে কেরানীগঞ্জকে ২৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে। আজ ফতুল্লায় দ্বিতীয় ম্যাচ খেলবে আবাহনীর বিপক্ষে। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা অধিনায়ক লতা মণ্ডলই ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলে যাবেন হংকংয়ে। ১০ থেকে ২২ জুন হবে টুর্নামেন্ট। ১০ জুন লতাসহ খেলাঘরের অলরাউন্ডার স্বর্ণা আক্তার, উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তার, অফ স্পিনার সুলতানা খাতুন ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলাও যাচ্ছেন এশিয়া কাপের দলের সঙ্গে। 

খেলাঘরের এই সূত্র আরো জানায়, দলবদলের আগে বিসিবিকে কিছু আপত্তির কথা লিখিত জানিয়েছিল ক্লাবগুলো। এর মধ্যে সবার ওপরে ছিল ইমার্জিং এশিয়া কাপে ক্রিকেটার পাঠানোর ব্যাপারটি। এসব বিষয় নিয়ে ক্লাবগুলো বসতে চাইলেও বিসিবি সেটি আমলে নেয়নি, চিঠির উত্তর দেয়নি বলেও অভিযোগ করেন। 

এই কর্মকর্তা প্রশ্ন রাখেন, এই পাঁচজন যদি চলে যায় তাদের দলের গতি কী হবে? তবে গতকাল এ ব্যাপারে দিকনির্দেশনার জন্য সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি নারী বিভাগে পাঠিয়েছে খেলাঘর। 

এ ব্যাপারে নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল আজকের পত্রিকাকে বলেছেন, ‘৯ জুন পর্যন্ত তারা আছেই (ইমার্জিংয়ের খেলোয়াড়েরা)। তত দিনে ডিপিএলের ৮০-৮৫ ভাগ খেলা শেষ হয়ে যাবে। দলগুলোকে অবশ্যই সহযোগিতা করতে চাই। তাদের হয়তো অন্যভাবে স্পেশাল (আলাদা) বিবেচনা করব। ওদের সঙ্গে ফোনে কথা বলেছি। কালকে (আজ) বোর্ডে ডেকেছি।’ 

তিনি যোগ করেন, ‘মতবিরোধমূলক কিছু বলতে চাই না। আমরা তাদের একটু সুযোগ করে দেব (নতুন প্লেয়ারের)। আমরা কিন্তু উদার। আসলে এই দলগুলো খেলে বলেই খেলোয়াড় বেরিয়ে আসে। এখানে তারা কিছুই পায় না। কেন তাদের স্বস্তির জায়গায় রাখব না? অবশ্যই যতটুকু সম্ভব তাদের একটা স্বস্তির জায়গা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত