Ajker Patrika

হঠাৎ সাকিব কেন মিরপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০: ৫১
হঠাৎ সাকিব কেন মিরপুরে

চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই সাকিব আল হাসান। তবে আগামী ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্টের আগে আজ বাংলাদেশ দলের অনুশীলনে দেখা মিলেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পেরিয়ে সাকিব চলে যান ইনডোরে। সেখানে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মিনিট তিনেক কথা বলতে দেখা যায় সাকিবকে। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গতকাল দেশে ফিরেছেন সাকিব। ফিরেই আজ মিরপুরে এসেছেন সতীর্থদের অনুশীলন দেখতে। হাথুরুসিংহের মতো সতীর্থদের সঙ্গেও কথা বলতে দেখা যায় সাকিবকে। 

জানা গেছে, সন্ধ্যায় একটি মুঠোফোন কোম্পানির অনুষ্ঠানে থাকবেন সাকিব। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। তাতে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ এপ্রিল মিরপুরে হবে একমাত্র টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত