Ajker Patrika

দুবাইয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫: ৫৩
দুবাইয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গতকালকেই জানিয়েছিলেন, দেশের বাইরে বিশ্বকাপ ক্যাম্প আয়োজন করবেন তারা। তবে কোথায় হবে তা গতকাল জানাননি তিনি। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর সেটা জানা গেল। বাংলাদেশ দল বিশ্বকাপ প্রস্তুতি নেবে দুবাইয়ে, এমনটা জানা গেছে।

দেশে অবিরত বর্ষণের কারণে ভেস্তে গেছে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের ৩ দিনের বিশেষ ক্যাম্প। টি-টোয়েন্টি বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি নিতে গতকাল দেশের বাইরে ক্যাম্প করার কথা বলেছিলেন বোর্ড সভাপতি পাপন। সম্ভাব্য স্থান হিসেবে ছিল আরব আমিরাত, ওমান ও সিঙ্গাপুরের নাম।

আজ জানা গেল, আরব আমিরাতেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব আল হাসানের দল। দুবাইয়ে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর হবে ক্যাম্প। আর ২৬ ও ২৭ সেপ্টেম্বর হবে দুটি প্রস্তুতি ম্যাচ।

বিশেষ ক্যাম্প শেষে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর সেখানে পৌঁছে ৪ ও ৫ অক্টোবর অনুশীলন শুরু করবেন সাকিবরা। ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত