Ajker Patrika

পিএসএলে ধারাভাষ্য দিতে বাধা নেই রমিজের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৩
পিএসএলে ধারাভাষ্য দিতে বাধা নেই রমিজের

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান থেকে রমিজ রাজা বরখাস্ত হয়েছেন এক মাসেরও বেশি আগে। বরখাস্ত হওয়ার পর বোর্ডের সমালোচনা করেন প্রায়ই। কদিন পর শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য দিতে পারবেন না, তা নিয়ে একটা শঙ্কা ছিল। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে কোনো বাধা নেই রমিজের। 

গতকাল ইউটিউব চ্যানেলে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান তখন দাবি করেছিলেন, পিএসএলে ধারাভাষ্য দিতে তাঁকে বোর্ডের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। পিসিবির পক্ষ থেকে পরে এই প্রত্যাখ্যান করা হয়। পিসিবির এক প্রতিনিধি বলেন, ‘জনাব রমিজ রাজা ধারাভাষ্য দিতে পারবেন। পিসিবির থেকে কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যেকোনো জায়গায়, যখন খুশি ধারাভাষ্য দিতে পারবেন। পিসিবি তাকে কোনো কিছুর জন্য ক্ষমা চাইতে বলেনি। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও এ ব্যাপারে নিজে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’ 

পিএসএলের অষ্টম মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। আর আগামী সপ্তাহে পিএসএলের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত