Ajker Patrika

পাকিস্তানের কোচ হতে চেয়েছিলেন গুল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮: ২২
পাকিস্তানের কোচ হতে চেয়েছিলেন গুল

কদিন আগেই আফগানিস্তানের কোচিং পর্ব শেষ হয়েছে উমর গুলের। এবার তিনি পাকিস্তানের বোলিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বদেশের কোচ হওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল বলে জানালেন পাকিস্তানের এই পেসার। 

এক্সপ্রেস নিউজকে গতকাল দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গুল। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘জাতীয় দলের হয়ে কাজ করাটা অনেক সম্মানের। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর আমি সব সময়ই পাকিস্তান দলের কোচ হিসেবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু পিসিবি কখনোই আমার সঙ্গে যোগাযোগ করেনি।’ 

পাকিস্তানের বর্তমান বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট। গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বোলিং কোচ নিযুক্ত হয়েছিলেন। এ বছরের ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে টেইটের চুক্তি শেষ হবে। এ কারণে বোলিং কোচের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে গুলকে। 

২০০৩ থেকে ২০১৬—১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গুল। পাকিস্তানের জার্সিতে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩৭ ম্যাচে ৪২৭ উইকেট নিয়েছেন পাকিস্তানি এই পেসার। বোলিং গড় ২৮.৬৮, ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৮ বার। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ওয়ানডেতে। সাদা বলের এই সংস্করণে নিয়েছেন ১৭৯ উইকেট, ৫ উইকেট নিয়েছেন দুবার। ইকোনমি ৫.১৯ ও বোলিং গড় ২৯.৩৪। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত