ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।
সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’
রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’
পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।
সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’
রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’
পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৬ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৭ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে