Ajker Patrika

পাকিস্তানকে নিয়ে নিশ্চয়তা দিতে পারছেন না রিজওয়ান

ক্রীড়া ডেস্ক    
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ান। ছবি: এক্স
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ান। ছবি: এক্স

নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক মোহাম্মদ রিজওয়ানরা। তবে ত্রিদেশীয় সিরিজ সরিয়ে রাখলে দ্বিপক্ষীয় শেষ ৪ সিরিজেই টানা জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছে তাদের মাঠে। আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কায়।

সব মিলিয়ে শেষ ১৩ দ্বিপক্ষীয় সিরিজে ১১ টিতেই জিতেছে পাকিস্তান। এমন দুর্দান্ত পরিসংখ্যান পক্ষে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান কত দূর যাবে নিশ্চয়তা দিতে পারছেন না অধিনায়ক রিজওয়ান। কাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হয়, পুরো টুর্নামেন্ট কেমন যাবে তাঁর দল? রিজওয়ান বললেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’

রিজওয়ানের মতে, চাপেরমুখে ভেঙে পড়ে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’

পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হচ্ছে। রিজওয়ানের পরামর্শ টুর্নামেন্ট উপভোগ করার, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’

লম্বা সময় হোমের ম্যাচগুলো বাইরে খেলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির মধ্যেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ, টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল। দল কত দূর যাবে সেটি না বলতে পারলেও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখাই পাকিস্তানের লক্ষ্য। রিজওয়ান বললেন, ‘এই ১০ বছরে পাকিস্তানের ক্রিকেট উন্নতিও করেছে। বড় ম্যাচ জিতেছে। টেস্টের এক নম্বর দল হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আশা রাখি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব হবে এবারও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত