Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন জেরাল্ড কোয়েটজি। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন জেরাল্ড কোয়েটজি। ছবি: ক্রিকইনফো

অ্যানরিখ নরকীয়া চ্যাম্পিয়নস ট্রফি থেকে আরও আগে ছিটকে গেছেন। নরকীয়ার পরিবর্তে আইসিসি ইভেন্টে জেরাল্ড কোয়েটজি যাবেন বলে আশা করা হচ্ছিল। শেষ পর্যন্ত চোটের থাবায় কোয়েটজিও চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন।

প্রিটোরিয়ার সেন্টার অব এক্সিলেন্সে আজ সকালে ১০ ওভার বোলিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা অনুভব করেন কোয়েটজি। মেডিকেল বিভাগ পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছে তাঁর অবস্থা ভালো নয়। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে কোয়েটজির চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার কথা নিশ্চিত করেছে। বাদ দেওয়ার ব্যাখ্যায় সিএসএ বলেছে, ‘আগামী ৫০ ওভারের ম্যাচগুলোতে বোলিংয়ের চাপ নিতে গেলে ঝুঁকি আরও বাড়বে।’ তাঁর জায়গায় করবিন বস্ক, লুথো সিপামলা এই দুই বোলার এগিয়ে আছেন বলে শোনা যাচ্ছে।

পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কোয়েটজিকে নিয়ে ১২ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। দলটা দেওয়া হয়েছিল প্রথম ম্যাচের জন্য। পরবর্তীতে কোয়েটজি বাদ পড়ায় সেটা হয়ে যায় ১১ সদস্যের দল। ১১ জনের ঘোষিত দলে মিকা-ইল প্রিন্স, গিডেওন পিটারস, ইয়েথান বখ, অলরাউন্ডার মিহলালি এম্পংওয়ানা-এই চার ক্রিকেটার প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন। ম্যাথু ব্রিটজকে, সেনুরান মুথুসামি এই প্রথম খেলতে যাচ্ছেন ওয়ানডে। ব্রিটজকে এর আগে ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ১ টেস্ট খেলেছেন। মুথুসামি দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন ৪ টেস্ট।

লাহোরে ৮ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। তবে সিরিজে প্রোটিয়ারা প্রথম ম্যাচ খেলবে ১০ ফেব্রুয়ারি। লাহোরে সেদিন দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১২ ফেব্রুয়ারি করাচিতে হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি হবে ফাইনাল। এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, মার্কো ইয়ানসেন-এই ৭ ক্রিকেটার সেদিনই পাকিস্তানে পৌঁছাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত