Ajker Patrika

হারমানপ্রীতের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ভারতের মেয়েরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২২: ৩৮
Thumbnail image

আম্পায়ারিংয়ের সমালোচনা করে গত বছর তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেটার হারমানপ্রীত কৌর। বাংলাদেশ সফরের পর এমন ঘটনায় তিনিও বেশ তোপের মুখে পড়েন। এক বছর না যেতেই আবারও তাঁর নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ভারতের মেয়েরা।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল আজ ঘোষণা করেছে ভারত। হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলে সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার আশা সোবহানা ও সাজানা সজীবন ডাক পেয়েছেন বাংলাদেশ সিরিজে। ২০২৪ নারী প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন তাঁরা। সোবহানা খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন সজীবন।

বাংলাদেশ সফরে আছেন দুই উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়া ও রিচা ঘোষ। হারমানপ্রীত, স্মৃতির সঙ্গে আছেন শেফালি ভার্মার মতো অভিজ্ঞ ব্যাটার। দীপ্তি শর্মার মতো অফ স্পিনিং অলরাউন্ডার আছেন ভারতীয় দলে। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুরের মতো পেসাররা আছেন।

২৮ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-ভারত মেয়েদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার টি-টোয়েন্টি হবে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। প্রথম, দ্বিতীয় ও পঞ্চম টি-টোয়েন্টি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি হবে বেলা ২টায়। সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সিরিজে ভারতের নারী ক্রিকেট দল:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, তিতাস সাধু, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আমানজাত কৌর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত