Ajker Patrika

সাকিবের ঘূর্ণি জাদুতে অর্ধেক শেষ আফগানদের  

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮: ২৫
সাকিবের ঘূর্ণি জাদুতে অর্ধেক শেষ আফগানদের  

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চড়াও হয়ে খেলতে থাকে আফগানিস্তান। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের কেউই পারছিলেন না উইকেট নিতে। সতীর্থদের কেউ যখন পারছিলেন না আফগানদের থামাতে, তখন অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে।

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান—আফগানিস্তানের এ দুই ওপেনারের শুরুটা হয়েছিল আক্রমণাত্মক। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৪৭ রান। দলীয় ৪৭ রানেই আফগানদের উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব। নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করেন ইব্রাহিম জাদরান। ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেন ইব্রাহিম। নবম ওভারে সাকিব দিয়েছেন মাত্র ১ রান। আর প্রথম ১০ ওভার শেষে আফগানদের স্কোর হয় ১ উইকেটে ৫০ রান।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত শাহকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার পথে এগোতে থাকেন গুরবাজ। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। ১৬তম ওভারের প্রথম বলে সুইপ করতে যান রহমত। টপ এজ হওয়া বল মিড অফে সহজে লুফে নেন লিটন দাস। ২৫ বলে ১ চারে ১৮ রান করেন রহমত। দ্বিতীয় উইকেটে রহমত-গুরবাজের ৪১ বলে ৩৬ রানের জুটি ভেঙে যায়।

৮৩ রানে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের তৃতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়েন  আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী ও গুরবাজ। শাহিদীকে ফিরিয়ে জুটি ভাঙেন  মিরাজ। ২৪তম ওভারের চতুর্থ বলে মিরাজকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আফগান অধিনায়ক শাহিদী। আকাশে ওঠা বল মিড অনে সহজে লুফে নেন তাওহীদ হৃদয়। ঠিক তার পরের ওভারেই আউট হয়ে যান গুরবাজ। ২৫তম ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে কাভার ড্রাইভ করতে যান গুরবাজ। পয়েন্ট থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন তানজিদ তামিম। প্রথম দুই উইকেট নেওয়া সাকিব নিজের তৃতীয় উইকেট পেয়েছেন ২৯তম ওভারে এসে। ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যান নাজিবুল্লাহ জাদরান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯.৪ ওভারে আফগানদের স্কোর ৫ উইকেটে ১২২ রান। 

তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই চার ক্রিকেটার আজ খেলছেন বিশ্বকাপের প্রথম ম্যাচ। তামিম, শান্ত, হৃদয়ের সঙ্গে আছেন তিন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন সাকিব ও মেহেদী হাসান মিরাজ।একাদশে আছেন তিন পেসার শরীফুল, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

অন্যদিকে আফগানিস্তানের একাদশে আছেন তিন স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান। পাশাপাশি আছেন তিন পেসার ফজলহক ফারুকি, নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাই। আর এই ম্যাচ দিয়ে দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরেছেন নাভিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত