Ajker Patrika

কানপুরে বেগতিক অবস্থা, হোটেলে ফিরলেন শান্ত-কোহলিরা

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০০
কানপুরে বেগতিক অবস্থা, হোটেলে ফিরলেন শান্ত-কোহলিরা

স্থানীয় সময় দুপুর ১২টা, এখনো মেঘলা আবহাওয়া বিদ্যমান কানপুরে। টানা ভারী বর্ষণে মাঠে নামারই সুযোগ হয়নি বাংলাদেশ-ভারত দুই দলের ক্রিকেটারদের। ঘণ্টা তিনেকের বেশি সময় ড্রেসিংরুমে অলস সময় কাটিয়ে গ্রিন পার্কের স্টেডিয়াম ত্যাগ করে হোটেলে ফিরে গেছেন ক্রিকেটাররা। ম্যাচ অফিশিয়াল রিচার্ড কেটলবরো ও ক্রিস ব্রাউন ড্রেসিংরুম লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। 

প্রায় পুরো মাঠ ঢাকা কাভারে। জমে থাকা পানি নিষ্কাশনের কাজ চলছে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে। তবে আজ শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াতে পারে কি না, সেই শঙ্কা থাকছেই। 

এদিকে হাজারখানেক দর্শক মাঠে এসেছেন খেলা দেখতে। বৃষ্টির বাগড়ায় খেলা হচ্ছে না। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে টিকিট বিক্রির সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছন, ‘যারা অনলাইন কিংবা অফলাইনে টিকিট কেটেছেন, তাদের কারও টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে টিকিটের কার্যকারিতা শেষ হয়ে যাবে।’ 

কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে না গড়ালে কাভারে ঢাকা মাঠ দেখেই বিদায় নিতে হতে পারে ভারতীয় দর্শকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত