নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। খেলেছেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে ব্যাটে-বলে ছিলেন নিজের ছায়া হয়ে। ঘরোয়া লিগেও সর্বশেষ খেলেছেন ৮ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় হিসেবে বছরজুড়ে মোসাদ্দেককে বেতন দিলেও তাঁকে খুব একটা কাজে লাগাতে পারেনি বিসিবি।
সূত্র জানায়, ২০২৩ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি সংস্করণের জন্য ‘সি’ গ্রেডের একজন ক্রিকেটারের বেতন সাধারণত মাসিক ১ লাখ টাকা। সে হিসেবে বছরে বিসিবির ১২ লাখ বেতন পেলেও মোসাদ্দেকের খুব একটা মাঠে থাকা হয়নি। গত ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকেই চোটে পড়ে খুব একটা খেলার মধ্যে ছিলেন না মোসাদ্দেক। কদিন আগে জানিয়েছিলেন, বিসিএল ওয়ানডে দিয়ে তাঁর ফেরার পরিকল্পনা।
টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা সোহান এ বছর খেলেছেন একটি ওয়ানডে ও দুটি টেস্ট। সারা বছরের জন্য সম্ভাব্য ২১-২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি করে থাকে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়। বেশির ভাগ চুক্তিবদ্ধ খেলোয়াড়ই জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। কখনো কখনো কিছু খেলোয়াড়ের সেভাবে সুযোগ আসে না। তবে মোসাদ্দেকের মতো পুরো বছর কখনোই জাতীয় দলের চৌহদ্দি না আসাটা ব্যতিক্রম ঘটনাই বটে।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আগামী বছরের জানুয়ারি মাসে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারে কিছু পরিবর্তনও। চলতি বছর ২১ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছিল বিসিবি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কেন্দ্রীয় চুক্তি নিয়ে জানিয়েছেন তামিমের বিষয়টি পরিষ্কার হয়েই তাঁরা ঘোষণা করবেন।
২০২২ সালে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। খেলেছেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে ব্যাটে-বলে ছিলেন নিজের ছায়া হয়ে। ঘরোয়া লিগেও সর্বশেষ খেলেছেন ৮ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় হিসেবে বছরজুড়ে মোসাদ্দেককে বেতন দিলেও তাঁকে খুব একটা কাজে লাগাতে পারেনি বিসিবি।
সূত্র জানায়, ২০২৩ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি সংস্করণের জন্য ‘সি’ গ্রেডের একজন ক্রিকেটারের বেতন সাধারণত মাসিক ১ লাখ টাকা। সে হিসেবে বছরে বিসিবির ১২ লাখ বেতন পেলেও মোসাদ্দেকের খুব একটা মাঠে থাকা হয়নি। গত ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকেই চোটে পড়ে খুব একটা খেলার মধ্যে ছিলেন না মোসাদ্দেক। কদিন আগে জানিয়েছিলেন, বিসিএল ওয়ানডে দিয়ে তাঁর ফেরার পরিকল্পনা।
টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা সোহান এ বছর খেলেছেন একটি ওয়ানডে ও দুটি টেস্ট। সারা বছরের জন্য সম্ভাব্য ২১-২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি করে থাকে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়। বেশির ভাগ চুক্তিবদ্ধ খেলোয়াড়ই জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। কখনো কখনো কিছু খেলোয়াড়ের সেভাবে সুযোগ আসে না। তবে মোসাদ্দেকের মতো পুরো বছর কখনোই জাতীয় দলের চৌহদ্দি না আসাটা ব্যতিক্রম ঘটনাই বটে।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আগামী বছরের জানুয়ারি মাসে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারে কিছু পরিবর্তনও। চলতি বছর ২১ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছিল বিসিবি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কেন্দ্রীয় চুক্তি নিয়ে জানিয়েছেন তামিমের বিষয়টি পরিষ্কার হয়েই তাঁরা ঘোষণা করবেন।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে