নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। খেলেছেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে ব্যাটে-বলে ছিলেন নিজের ছায়া হয়ে। ঘরোয়া লিগেও সর্বশেষ খেলেছেন ৮ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় হিসেবে বছরজুড়ে মোসাদ্দেককে বেতন দিলেও তাঁকে খুব একটা কাজে লাগাতে পারেনি বিসিবি।
সূত্র জানায়, ২০২৩ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি সংস্করণের জন্য ‘সি’ গ্রেডের একজন ক্রিকেটারের বেতন সাধারণত মাসিক ১ লাখ টাকা। সে হিসেবে বছরে বিসিবির ১২ লাখ বেতন পেলেও মোসাদ্দেকের খুব একটা মাঠে থাকা হয়নি। গত ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকেই চোটে পড়ে খুব একটা খেলার মধ্যে ছিলেন না মোসাদ্দেক। কদিন আগে জানিয়েছিলেন, বিসিএল ওয়ানডে দিয়ে তাঁর ফেরার পরিকল্পনা।
টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা সোহান এ বছর খেলেছেন একটি ওয়ানডে ও দুটি টেস্ট। সারা বছরের জন্য সম্ভাব্য ২১-২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি করে থাকে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়। বেশির ভাগ চুক্তিবদ্ধ খেলোয়াড়ই জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। কখনো কখনো কিছু খেলোয়াড়ের সেভাবে সুযোগ আসে না। তবে মোসাদ্দেকের মতো পুরো বছর কখনোই জাতীয় দলের চৌহদ্দি না আসাটা ব্যতিক্রম ঘটনাই বটে।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আগামী বছরের জানুয়ারি মাসে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারে কিছু পরিবর্তনও। চলতি বছর ২১ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছিল বিসিবি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কেন্দ্রীয় চুক্তি নিয়ে জানিয়েছেন তামিমের বিষয়টি পরিষ্কার হয়েই তাঁরা ঘোষণা করবেন।
২০২২ সালে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। খেলেছেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে ব্যাটে-বলে ছিলেন নিজের ছায়া হয়ে। ঘরোয়া লিগেও সর্বশেষ খেলেছেন ৮ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় হিসেবে বছরজুড়ে মোসাদ্দেককে বেতন দিলেও তাঁকে খুব একটা কাজে লাগাতে পারেনি বিসিবি।
সূত্র জানায়, ২০২৩ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি সংস্করণের জন্য ‘সি’ গ্রেডের একজন ক্রিকেটারের বেতন সাধারণত মাসিক ১ লাখ টাকা। সে হিসেবে বছরে বিসিবির ১২ লাখ বেতন পেলেও মোসাদ্দেকের খুব একটা মাঠে থাকা হয়নি। গত ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকেই চোটে পড়ে খুব একটা খেলার মধ্যে ছিলেন না মোসাদ্দেক। কদিন আগে জানিয়েছিলেন, বিসিএল ওয়ানডে দিয়ে তাঁর ফেরার পরিকল্পনা।
টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা সোহান এ বছর খেলেছেন একটি ওয়ানডে ও দুটি টেস্ট। সারা বছরের জন্য সম্ভাব্য ২১-২২ জন ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি করে থাকে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়। বেশির ভাগ চুক্তিবদ্ধ খেলোয়াড়ই জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন। কখনো কখনো কিছু খেলোয়াড়ের সেভাবে সুযোগ আসে না। তবে মোসাদ্দেকের মতো পুরো বছর কখনোই জাতীয় দলের চৌহদ্দি না আসাটা ব্যতিক্রম ঘটনাই বটে।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আগামী বছরের জানুয়ারি মাসে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারে কিছু পরিবর্তনও। চলতি বছর ২১ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছিল বিসিবি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কেন্দ্রীয় চুক্তি নিয়ে জানিয়েছেন তামিমের বিষয়টি পরিষ্কার হয়েই তাঁরা ঘোষণা করবেন।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩ ঘণ্টা আগে