উইকেট ভালো দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেম্বা বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভাবেননি, শুরুতেই এমন বিপর্যয়ে পড়বেন। পরশু গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের কম রানে থামালেও নিজেদের প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৭ উইকেটে ৯৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা থামে ১৪৪ রানে। জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতন আর ইনিংস সেই স্বাগতিকদের ইনিংসে। ৩৩ রান নিয়ে দিন শুরু করেন তিনি। শেষ উইকেট শামার জোসেফ ২৫ রান না করলে স্কোরটা আরও ছোট হতো উইন্ডিজের।
তার আগে শামারের তোপে এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। জেইডেন সিলসের শিকার ৩ টি। প্রথম দিনে যে ১৭ উইকেট পড়েছে তার ১৫টি পেয়েছেন পেসাররা। তার মধ্যে শামার, সিলস ও হোল্ডার মিলে নেন ৯ উইকেট।
শেষ উইকেটে ডেন পিয়েট (৩৮ *) ও নন্দ্রে বার্গার (২৩) ৬৩ রানের জুটি না গড়লে প্রোটিয়াদের ইনিংসটাও আরও ছোট হতো। উইন্ডিজকেও যা একটু রক্ষা করেছে হোল্ডার-শামারের শেষ উইকেটে জুটির ৪০ রান। প্রথমদিনে উইয়ান মুলদারের তোপের সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার বার্গার নেন ৩ উইকেট।
গতকাল অবশ্য দ্বিতীয় ইনিংসে ‘ধীরে চলো নীতি’তে ব্যাটিং শুরু করেন প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে মধ্যাহ্নভোজে যায় তারা। দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪৬ রান। ত্রিনিদাদে বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
উইকেট ভালো দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেম্বা বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভাবেননি, শুরুতেই এমন বিপর্যয়ে পড়বেন। পরশু গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের কম রানে থামালেও নিজেদের প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৭ উইকেটে ৯৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা থামে ১৪৪ রানে। জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতন আর ইনিংস সেই স্বাগতিকদের ইনিংসে। ৩৩ রান নিয়ে দিন শুরু করেন তিনি। শেষ উইকেট শামার জোসেফ ২৫ রান না করলে স্কোরটা আরও ছোট হতো উইন্ডিজের।
তার আগে শামারের তোপে এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। জেইডেন সিলসের শিকার ৩ টি। প্রথম দিনে যে ১৭ উইকেট পড়েছে তার ১৫টি পেয়েছেন পেসাররা। তার মধ্যে শামার, সিলস ও হোল্ডার মিলে নেন ৯ উইকেট।
শেষ উইকেটে ডেন পিয়েট (৩৮ *) ও নন্দ্রে বার্গার (২৩) ৬৩ রানের জুটি না গড়লে প্রোটিয়াদের ইনিংসটাও আরও ছোট হতো। উইন্ডিজকেও যা একটু রক্ষা করেছে হোল্ডার-শামারের শেষ উইকেটে জুটির ৪০ রান। প্রথমদিনে উইয়ান মুলদারের তোপের সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার বার্গার নেন ৩ উইকেট।
গতকাল অবশ্য দ্বিতীয় ইনিংসে ‘ধীরে চলো নীতি’তে ব্যাটিং শুরু করেন প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে মধ্যাহ্নভোজে যায় তারা। দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪৬ রান। ত্রিনিদাদে বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে