ক্রীড়া ডেস্ক
উইকেট ভালো দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেম্বা বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভাবেননি, শুরুতেই এমন বিপর্যয়ে পড়বেন। পরশু গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের কম রানে থামালেও নিজেদের প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৭ উইকেটে ৯৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা থামে ১৪৪ রানে। জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতন আর ইনিংস সেই স্বাগতিকদের ইনিংসে। ৩৩ রান নিয়ে দিন শুরু করেন তিনি। শেষ উইকেট শামার জোসেফ ২৫ রান না করলে স্কোরটা আরও ছোট হতো উইন্ডিজের।
তার আগে শামারের তোপে এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। জেইডেন সিলসের শিকার ৩ টি। প্রথম দিনে যে ১৭ উইকেট পড়েছে তার ১৫টি পেয়েছেন পেসাররা। তার মধ্যে শামার, সিলস ও হোল্ডার মিলে নেন ৯ উইকেট।
শেষ উইকেটে ডেন পিয়েট (৩৮ *) ও নন্দ্রে বার্গার (২৩) ৬৩ রানের জুটি না গড়লে প্রোটিয়াদের ইনিংসটাও আরও ছোট হতো। উইন্ডিজকেও যা একটু রক্ষা করেছে হোল্ডার-শামারের শেষ উইকেটে জুটির ৪০ রান। প্রথমদিনে উইয়ান মুলদারের তোপের সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার বার্গার নেন ৩ উইকেট।
গতকাল অবশ্য দ্বিতীয় ইনিংসে ‘ধীরে চলো নীতি’তে ব্যাটিং শুরু করেন প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে মধ্যাহ্নভোজে যায় তারা। দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪৬ রান। ত্রিনিদাদে বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
উইকেট ভালো দেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেম্বা বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভাবেননি, শুরুতেই এমন বিপর্যয়ে পড়বেন। পরশু গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের কম রানে থামালেও নিজেদের প্রথম ইনিংসের স্কোরটা বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৭ উইকেটে ৯৭ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা থামে ১৪৪ রানে। জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতন আর ইনিংস সেই স্বাগতিকদের ইনিংসে। ৩৩ রান নিয়ে দিন শুরু করেন তিনি। শেষ উইকেট শামার জোসেফ ২৫ রান না করলে স্কোরটা আরও ছোট হতো উইন্ডিজের।
তার আগে শামারের তোপে এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। জেইডেন সিলসের শিকার ৩ টি। প্রথম দিনে যে ১৭ উইকেট পড়েছে তার ১৫টি পেয়েছেন পেসাররা। তার মধ্যে শামার, সিলস ও হোল্ডার মিলে নেন ৯ উইকেট।
শেষ উইকেটে ডেন পিয়েট (৩৮ *) ও নন্দ্রে বার্গার (২৩) ৬৩ রানের জুটি না গড়লে প্রোটিয়াদের ইনিংসটাও আরও ছোট হতো। উইন্ডিজকেও যা একটু রক্ষা করেছে হোল্ডার-শামারের শেষ উইকেটে জুটির ৪০ রান। প্রথমদিনে উইয়ান মুলদারের তোপের সামনে দাঁড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। ৪ উইকেট নিয়েছেন তিনি। আরেক পেসার বার্গার নেন ৩ উইকেট।
গতকাল অবশ্য দ্বিতীয় ইনিংসে ‘ধীরে চলো নীতি’তে ব্যাটিং শুরু করেন প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে মধ্যাহ্নভোজে যায় তারা। দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৪৬ রান। ত্রিনিদাদে বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৯ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১৪ ঘণ্টা আগে