Ajker Patrika

ক্যানসারে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

আপডেট : ১৪ মে ২০২৩, ১৫: ০৪
ক্যানসারে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছেন হিথ স্ট্রিক। কিন্তু লড়াইটা এবার জিম্বাবুইয়ান কিংবদন্তির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভর্তি করা হয়েছে। 

হিথের শারীরিক অবস্থার বিষয়ে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার একজন ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হিথের ক্যানসার চিকিৎসা চলছে। সে এখন শক্ত রয়েছে। মাঠে যেভাবে প্রতিপক্ষের বিপক্ষে লড়েছে, কঠিন রোগের সঙ্গেও একই ভাবে লড়াই চালিয়ে যাবে।’ 

হিথের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দেশটির বর্তমান ক্রিকেটার শন উইলিয়ামস ক্রিকবাজকে বলেছেন, ‘হিথ কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চতুর্থ পর্যায়ে রয়েছেন। এখন পর্যন্ত যা জানি তা হচ্ছে, হিথকে অতি সত্বর দক্ষিণ আফ্রিকায় তাঁর পরিবারের কাছে নেওয়া হয়েছে। আর কিছু জানি না।’ 

হিথের সঙ্গে যোগাযোগ ও নিজের ক্যারিয়ার সম্পর্কে উইলিয়ামস আরও বলেছেন, ‘হিথকে বার্তা পাঠিয়েছিলাম এবং সে সাড়াও দিয়েছিল। তবে আমি নিশ্চিত যে, এই পর্যায়ে তার পরিবার এখন গোপনীয়তা রক্ষা করতে চাইবে। সে আমার পরামর্শক এবং আরও অনেকের ভালো করেছে। প্রকৃতপক্ষে সে আমার জীবন ও ক্যারিয়ার বাঁচিয়েছে। তার সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি।’ 

জিম্বাবুয়ে ক্রিকেটের সফল একজন ক্রিকেটার হচ্ছেন হিথ। দেশের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। টেস্টের ২১৬ উইকেটের বিপরীতে ২৩৯ উইকেট নিয়েছেন ওয়ানডেতে। সঙ্গে টেস্টে ১৯৯০ ও ওয়ানডেতে ২৯৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে দুই বছর বোলিং কোচ ছিলেন ৪৯ বছর বয়সী জিম্বাবুইয়ান কিংবদন্তি। আরও অনেক জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগের দলে কোচিং করিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত