নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা এক বছরও হয়নি। সর্বসাকল্যে খেলেছেন ৯ ম্যাচ। এই অল্প সময়েই গতির ঝড়ে আলোড়ন তুলেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে নামার আগে নাহিদ রানাকে নিয়ে চলছে যত আলোচনা।
বাংলাদেশের জার্সিতে খেলা ৯ ম্যাচের মধ্যে নাহিদ রানা খেলেছেন ৩ ওয়ানডে। মাত্র ৩ ওয়ানডে খেলে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসিতে সাক্ষাৎকারও দিয়েছেন নাহিদ রানা। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে অনেকবার প্রশ্ন করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাহিদ সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করছে। যখন সে গতিতে আক্রমণ করে, তখন পুরো বোলিং বিভাগ উজ্জীবিত হয়। এটা আমাদের দারুণ অনুপ্রেরণা দেয়, প্রতিপক্ষকে কীভাবে চ্যালেঞ্জ জানানো যায়। আমি চাই, সে ফিট থাকুক ও ধারাবাহিক পারফর্ম করুক। ভারতের বিপক্ষে সে আগেও খেলেছে, শান্ত আছে, নিজের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করছে। আশা করি, আগামীকাল সুযোগ পেলে দলকে বড় অবদান রাখবে।’
১৪০-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ব্যাটারদের ভড়কে দিতে ওস্তাদ নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সব জায়গাতেই তিনি গতির ঝড় তুলছেন। সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ২২ বছর বয়সী এই ক্রিকেটারের এত ম্যাচ খেলা বাড়তি চাপ হচ্ছে কি না, সে ব্যাপারে শান্ত বলেন, ‘রানা ঠিক আছে। অবশ্যই বিপিএলে অনেকগুলো ম্যাচ একটানা খেলেছে। ফিজিও ও ট্রেনার তার ওয়ার্কলোডটা দেখছে। আগামীকাল যদি সে খেলার সুযোগ পায়, তাহলে সতেজই থাকবে। মোটামুটি ভালোভাবেই সে খেলার জন্য প্রস্তুত আছে।’
নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ,তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান-বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন এই চার পেসার। বাংলাদেশের এমন পেস বোলিং লাইনআপ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশংসা ঝরেছে শান্তর কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের পেস আক্রমণ এখন অনেক উন্নত। একসময় আমরা পেস বোলিং নিয়ে ভুগেছি, কিন্তু এখন মানসম্পন্ন পেসার উঠে আসছে। তাসকিন ও নাহিদের মতো গতিময় বোলাররা অধিনায়ক হিসেবে আমাকে দারুণ সুবিধা দিচ্ছে। আমি চাই তারা নিজেদের গতি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দলকে সহায়তা করুক। রাতের আলোয় বল সুইং করবে, তাই যদি তারা ভালো লাইন-লেংথ ধরে রাখতে পারে, তবে দল উপকৃত হবে।’
২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। বিপিএলের বাইরে এটাই তাঁর প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে পেশোয়ার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা এক বছরও হয়নি। সর্বসাকল্যে খেলেছেন ৯ ম্যাচ। এই অল্প সময়েই গতির ঝড়ে আলোড়ন তুলেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে নামার আগে নাহিদ রানাকে নিয়ে চলছে যত আলোচনা।
বাংলাদেশের জার্সিতে খেলা ৯ ম্যাচের মধ্যে নাহিদ রানা খেলেছেন ৩ ওয়ানডে। মাত্র ৩ ওয়ানডে খেলে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসিতে সাক্ষাৎকারও দিয়েছেন নাহিদ রানা। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে অনেকবার প্রশ্ন করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাহিদ সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করছে। যখন সে গতিতে আক্রমণ করে, তখন পুরো বোলিং বিভাগ উজ্জীবিত হয়। এটা আমাদের দারুণ অনুপ্রেরণা দেয়, প্রতিপক্ষকে কীভাবে চ্যালেঞ্জ জানানো যায়। আমি চাই, সে ফিট থাকুক ও ধারাবাহিক পারফর্ম করুক। ভারতের বিপক্ষে সে আগেও খেলেছে, শান্ত আছে, নিজের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করছে। আশা করি, আগামীকাল সুযোগ পেলে দলকে বড় অবদান রাখবে।’
১৪০-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ব্যাটারদের ভড়কে দিতে ওস্তাদ নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সব জায়গাতেই তিনি গতির ঝড় তুলছেন। সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ২২ বছর বয়সী এই ক্রিকেটারের এত ম্যাচ খেলা বাড়তি চাপ হচ্ছে কি না, সে ব্যাপারে শান্ত বলেন, ‘রানা ঠিক আছে। অবশ্যই বিপিএলে অনেকগুলো ম্যাচ একটানা খেলেছে। ফিজিও ও ট্রেনার তার ওয়ার্কলোডটা দেখছে। আগামীকাল যদি সে খেলার সুযোগ পায়, তাহলে সতেজই থাকবে। মোটামুটি ভালোভাবেই সে খেলার জন্য প্রস্তুত আছে।’
নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ,তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান-বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন এই চার পেসার। বাংলাদেশের এমন পেস বোলিং লাইনআপ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশংসা ঝরেছে শান্তর কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের পেস আক্রমণ এখন অনেক উন্নত। একসময় আমরা পেস বোলিং নিয়ে ভুগেছি, কিন্তু এখন মানসম্পন্ন পেসার উঠে আসছে। তাসকিন ও নাহিদের মতো গতিময় বোলাররা অধিনায়ক হিসেবে আমাকে দারুণ সুবিধা দিচ্ছে। আমি চাই তারা নিজেদের গতি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দলকে সহায়তা করুক। রাতের আলোয় বল সুইং করবে, তাই যদি তারা ভালো লাইন-লেংথ ধরে রাখতে পারে, তবে দল উপকৃত হবে।’
২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। বিপিএলের বাইরে এটাই তাঁর প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে পেশোয়ার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৯ ঘণ্টা আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
১২ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
১৩ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
১৩ ঘণ্টা আগে