Ajker Patrika

ম্যাচ শুরুর পর দুঃসংবাদ পেল সাকিবের বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ৪০
ম্যাচ শুরুর পর দুঃসংবাদ পেল সাকিবের বরিশাল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারও বিপিএল শুরুর আগে চোখ রাঙাচ্ছিল করোনা। তবু নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল। কিন্তু এর মধ্যে খারাপ সংবাদ পেয়েছে বরিশাল। দলটির একজন কোচ ও খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

আজ এক বিবৃতিতে বরিশাল কর্তৃপক্ষ শুরুতে জানিয়েছিল, গত ১৭ জানুয়ারি করোনা টেস্টে পজিটিভ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। করোনা পজিটিভ হওয়ায় প্রথম ম্যাচে দলে নেই তিনি। আজ আবারও করোনা পরীক্ষার পরে অবশ্য ফল নেগেটিভ এসেছে। আগামীকাল আবারও তার টেস্ট করানো হবে। এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন। 

গত ১৮ জানুয়ারি টেস্টে ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিম ও ব্যাটার মুমিন শাহরিয়ারও করোনা পজিটিভ হয়েছেন। তাঁরাও আইসোলেশনে আছেন। জানা গেছে, আক্রান্ত হলেও তাঁদের শারীরিক অবস্থা ভালো আছে। এদিকে টস হেরে আগে ব্যাট করে বরিশালকে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত