Ajker Patrika

অস্ট্রেলিয়ার জয়রথ থামাতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড 

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার জয়রথ থামাতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড 

২০২৩ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচ জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থা বিপরীত। টানা চার ম্যাচ হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার ৯ নম্বরে থাকা ইংল্যান্ডের জন্য ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা। দুই লেগ স্পিনার আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মঈন আলি। যার মধ্যে মঈন, লিভিংস্টোন অলরাউন্ডার। পেস আক্রমণে আছেন ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। 

অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের একাদশে দুই পরিবর্তন এনেছে। মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল আগেই বাদ পড়েছেন ইংল্যান্ড ম্যাচের একাদশ থেকে। এই দুই অলরাউন্ডারের পরিবর্তে এসেছেন দুই পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। স্টয়নিস, গ্রিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। সঙ্গে থাকছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। 
 
অস্ট্রেলিয়ার একাদশ:  
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।  

ইংল্যান্ডের একাদশ:  
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, আদিল রশিদ, মার্ক উড, ক্রিস ওকস, ডেভিড উইলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত