টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপের পর নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক কোহলিবিহীন ভারতের টি-টোয়েন্টি দলের মিশন শুরু হচ্ছে আগামীকাল। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে রোহিত যুগে প্রবেশ করছে ভারত।
টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামে থাকছেন কোহলি। দলে ফিরলে কি ভূমিকা নেবেন তিনি? এই প্রশ্ন উঠছে চারদিক থেকে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্নটার মুখোমুখি হতে হলো নতুন অধিনায়ক রোহিতকে।
রোহিত জানালেন, ‘ও (কোহলি) দলের জন্য যেটা করত, সেটাই করবে। সে দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। আগে ব্যাট করলে এক রকম, পরে বল করলে আরেক রকম। কোহলি যখন ফিরবে, তখন ওর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। সে যে মাপের ব্যাটার তা দলকে আরও শক্তিশালী করবে।’
বিশ্বকাপ ভালো যায়নি ভারতের। শিরোপা আশা নিয়ে গিয়ে ফিরতে হয়েছে সুপার টুয়েলভ থেকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারতে হয়েছে পাকিস্তানের কাছে। দলের এই ভরাডুবিতে কোহলি-রোহিতদের সমালোচনা হচ্ছে বেশ জোরেশোরে। তবে একটি বিশ্বকাপ শেষ হতেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে এক বছরেরও কম সময়ের ব্যবধানে।
বর্তমান দলটাকে সেভাবে তৈরি হওয়ার কথা বলছেন রোহিত। তিনি বলেন, ‘আমাদের ভালো ভাবে তৈরি হতে হবে। আমরা আইসিসি প্রতিযোগিতা জিততে পারিনি ঠিক, কিন্তু দল হিসেবে ভালো খেলে আসছি। কিছু ভুল হয়েছে। সেটা সব দলেরই হয়। নিজেদের সেরাটা বের করে আনতে হবে। নিজেদের একটা ধরন দাঁড় করাতে হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপের পর নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক কোহলিবিহীন ভারতের টি-টোয়েন্টি দলের মিশন শুরু হচ্ছে আগামীকাল। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে রোহিত যুগে প্রবেশ করছে ভারত।
টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামে থাকছেন কোহলি। দলে ফিরলে কি ভূমিকা নেবেন তিনি? এই প্রশ্ন উঠছে চারদিক থেকে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্নটার মুখোমুখি হতে হলো নতুন অধিনায়ক রোহিতকে।
রোহিত জানালেন, ‘ও (কোহলি) দলের জন্য যেটা করত, সেটাই করবে। সে দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। আগে ব্যাট করলে এক রকম, পরে বল করলে আরেক রকম। কোহলি যখন ফিরবে, তখন ওর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। সে যে মাপের ব্যাটার তা দলকে আরও শক্তিশালী করবে।’
বিশ্বকাপ ভালো যায়নি ভারতের। শিরোপা আশা নিয়ে গিয়ে ফিরতে হয়েছে সুপার টুয়েলভ থেকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারতে হয়েছে পাকিস্তানের কাছে। দলের এই ভরাডুবিতে কোহলি-রোহিতদের সমালোচনা হচ্ছে বেশ জোরেশোরে। তবে একটি বিশ্বকাপ শেষ হতেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে এক বছরেরও কম সময়ের ব্যবধানে।
বর্তমান দলটাকে সেভাবে তৈরি হওয়ার কথা বলছেন রোহিত। তিনি বলেন, ‘আমাদের ভালো ভাবে তৈরি হতে হবে। আমরা আইসিসি প্রতিযোগিতা জিততে পারিনি ঠিক, কিন্তু দল হিসেবে ভালো খেলে আসছি। কিছু ভুল হয়েছে। সেটা সব দলেরই হয়। নিজেদের সেরাটা বের করে আনতে হবে। নিজেদের একটা ধরন দাঁড় করাতে হবে।’
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১০ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১০ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১১ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
১২ ঘণ্টা আগে