বাংলাদেশ ক্রিকেট দলের যেন ‘ত্রাতা’ হয়ে উঠলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচসেরা হয়েছেন মিরাজ। সিরিজ জয়ের নায়ক হওয়ার সফলতার রহস্য জানালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ইনিংসের শেষ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। ৮৩ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে মিরাজ হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।
কঠোর পরিশ্রমকেই সফলতার কারণ হিসেবে মনে করছেন মিরাজ। একই সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ার সঙ্গী রিয়াদেরও প্রশংসা করেছেন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কিছু জায়গায় আমার ফোকাস করা দরকার ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে কোচ আমাকে অনেক তথ্য দিয়েছেন। তিনি (মাহমুদুল্লাহ) সিনিয়র ক্রিকেটার এবং আমরা জুটি গড়তে চেয়েছিলাম। এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত ছিল এবং বোলিংয়ের সময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি।’
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
বাংলাদেশ ক্রিকেট দলের যেন ‘ত্রাতা’ হয়ে উঠলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচসেরা হয়েছেন মিরাজ। সিরিজ জয়ের নায়ক হওয়ার সফলতার রহস্য জানালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ইনিংসের শেষ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। ৮৩ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে মিরাজ হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।
কঠোর পরিশ্রমকেই সফলতার কারণ হিসেবে মনে করছেন মিরাজ। একই সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ার সঙ্গী রিয়াদেরও প্রশংসা করেছেন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই অফস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কিছু জায়গায় আমার ফোকাস করা দরকার ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে কোচ আমাকে অনেক তথ্য দিয়েছেন। তিনি (মাহমুদুল্লাহ) সিনিয়র ক্রিকেটার এবং আমরা জুটি গড়তে চেয়েছিলাম। এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত ছিল এবং বোলিংয়ের সময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি।’
৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে নাটক তো কম হচ্ছে না। দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে চলছে সমালোচনা। এমনকি তাদের মাঠে নামার সময় যখন ঘনিয়ে আসছে, সেই মুহূর্তে তাদের ম্যাচ বাতিলের আবেদনও করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।
২৪ মিনিট আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন ইতিহাস। মেয়েদের বৈশ্বিক এই ইভেন্টে ম্যাচ কর্মকর্তাদের সবাই নারী। এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়, তখনই বেধেছে এক ঝামেলা।
৩ ঘণ্টা আগেনেপালে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দুই দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও দেশে ফিরেছেন।
৩ ঘণ্টা আগে