ক্রীড়া ডেস্ক
টানা আট ম্যাচে জেতার পর হঠাৎ ছন্দপতন! লিগ পর্বে পরের চার ম্যাচে টানা হেরেছে রংপুর রাইডার্স। সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া তো হলোই, সঙ্গে টানা হারে আত্মবিশ্বাসও যে কিছুটা নড়বড়ে রাইডার্সদের, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে অ্যালেক্স হেলস-খুশদিল শাহদের চলে যাওয়া তাদের চিন্তাও বাড়িয়েছে খানিকটা। নতুন বিদেশি উড়িয়ে এনে কন্ডিশনের সঙ্গে প্রথম দিন মানিয়ে নেওয়া নিশ্চয়ই সহজ হওয়ার কথা নয়। কাল তারা দুপুরে মাঠে নামছে এলিমিনেটরের ম্যাচে। এর মধ্যে নতুন কোনো বিদেশি যুক্ত হওয়ার খবরও পাওয়া যায়নি।
সময়টা রংপুরের জন্য কিছুটা কঠিন, তবে এসব নিয়ে ভাবতে নারাজ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। জাতীয় দলের ডাকে পাকিস্তান চলে গেছেন চলতি বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট-ফুল ক্রিকেটার খুশদিল। হেলস কয়েক ম্যাচ মাতিয়েছেন বেশ। কদিন ধরেই তাঁদের জায়গায় নতুন বিদেশি ক্রিকেটার নিয়ে কথা হচ্ছে। বাস্তবে রংপুরে নতুন করে যোগ দিচ্ছেন কারা? শেখ মেহেদী বললেন, ‘কে আসছে, না আসছে, আমার কোনো ধারণা নেই।’
গতবারও দারুণ খেলে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। শেষ পর্যন্ত ফাইনাল খেলতে ব্যর্থই হয়েছে তারা। দলের অবস্থা যা-ই হোক, শেখ মেহেদী জানিয়েছেন, তাঁদের লক্ষ্য শুধুই ফাইনাল। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে রংপুরের এই অলরাউন্ডার বলেন, ‘শেষ দুই বছর আমরা ৩ নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এ বছর আরও একটা সুযোগ আছে। গত দুই বছরের এটা (বাধা) ভাঙতে চাই এবার। আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’
প্রথম দিকে শীর্ষে থাকা রংপুর ছন্দ হারিয়ে তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে। ফাইনালে পৌঁছাতে হলে জিততে হবে আরও দুই ম্যাচ। কাল এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ব্যাপারটা যে সহজ হবে না সেটিও মানছেন মেহেদী, ‘এখানে থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। সেরা দুইয়ে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’
তারপরও মেহেদী বিশ্বাস দারুণ কিছু দেখানোর সামর্থ্য রয়েছে রংপুরের, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’
টানা আট ম্যাচে জেতার পর হঠাৎ ছন্দপতন! লিগ পর্বে পরের চার ম্যাচে টানা হেরেছে রংপুর রাইডার্স। সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া তো হলোই, সঙ্গে টানা হারে আত্মবিশ্বাসও যে কিছুটা নড়বড়ে রাইডার্সদের, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে অ্যালেক্স হেলস-খুশদিল শাহদের চলে যাওয়া তাদের চিন্তাও বাড়িয়েছে খানিকটা। নতুন বিদেশি উড়িয়ে এনে কন্ডিশনের সঙ্গে প্রথম দিন মানিয়ে নেওয়া নিশ্চয়ই সহজ হওয়ার কথা নয়। কাল তারা দুপুরে মাঠে নামছে এলিমিনেটরের ম্যাচে। এর মধ্যে নতুন কোনো বিদেশি যুক্ত হওয়ার খবরও পাওয়া যায়নি।
সময়টা রংপুরের জন্য কিছুটা কঠিন, তবে এসব নিয়ে ভাবতে নারাজ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। জাতীয় দলের ডাকে পাকিস্তান চলে গেছেন চলতি বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট-ফুল ক্রিকেটার খুশদিল। হেলস কয়েক ম্যাচ মাতিয়েছেন বেশ। কদিন ধরেই তাঁদের জায়গায় নতুন বিদেশি ক্রিকেটার নিয়ে কথা হচ্ছে। বাস্তবে রংপুরে নতুন করে যোগ দিচ্ছেন কারা? শেখ মেহেদী বললেন, ‘কে আসছে, না আসছে, আমার কোনো ধারণা নেই।’
গতবারও দারুণ খেলে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। শেষ পর্যন্ত ফাইনাল খেলতে ব্যর্থই হয়েছে তারা। দলের অবস্থা যা-ই হোক, শেখ মেহেদী জানিয়েছেন, তাঁদের লক্ষ্য শুধুই ফাইনাল। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে রংপুরের এই অলরাউন্ডার বলেন, ‘শেষ দুই বছর আমরা ৩ নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এ বছর আরও একটা সুযোগ আছে। গত দুই বছরের এটা (বাধা) ভাঙতে চাই এবার। আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’
প্রথম দিকে শীর্ষে থাকা রংপুর ছন্দ হারিয়ে তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে। ফাইনালে পৌঁছাতে হলে জিততে হবে আরও দুই ম্যাচ। কাল এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ব্যাপারটা যে সহজ হবে না সেটিও মানছেন মেহেদী, ‘এখানে থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। সেরা দুইয়ে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’
তারপরও মেহেদী বিশ্বাস দারুণ কিছু দেখানোর সামর্থ্য রয়েছে রংপুরের, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
১৮ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৩৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
১ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক। এই মাসের পর আর নির্বাচক প্যানেলে থাকছেন না তিনি। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচক হিসেবে নিজের অপূর
২ ঘণ্টা আগে