ক্রীড়া ডেস্ক
সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।
সেই একই ভেন্যু, একই কায়দায় নেদারল্যান্ডসকে ফের দুমড়ে-মুচড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভিন্ন কৌশল অবলম্বন করবে কি না, সেটা বলতে পারছেন না তানজিদ হাসান তামিম।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শনিবার প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৩৬ রান জমা করলেও সেই রান তাড়া করে লিটন-তানজিদ তামিমরা জেতেন ৩৯ বল হাতে রেখে। গতকাল সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকমে ১০০ পেরিয়েই শেষ ডাচরা (১০৩ রানে অলআউট)। জয়ের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে ফেলে লিটনের দল। প্রতিপক্ষ দল যেখানে ৬-৭ রানরেটে ব্যাটিং করতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে দুটি ম্যাচ জিতেছে।
স্পোর্টিং উইকেটে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নিতে টস জিতে আগে ব্যাটিং নিতে পারত কিনা বাংলাদেশ—সংবাদ সম্মেলনে আসা তানজিদ তামিমকে করা হয়েছিল এমন প্রশ্ন। সরাসরি কোনো উত্তর না দিয়ে তানজিদ তামিম বল ঠেলে দিলেন লিটন-ফিল সিমন্সদের কোর্টে। তানজিদ তামিম বলেন, ‘টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হয়েছে, সেটা অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। এই ব্যাপারে কিছু বলতে পারব না আমি।’
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে রান তাড়ার ঘটনা এখন টি-টোয়েন্টিতে দেখা যায় বেশি। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ না হয় এই পরীক্ষা-নিরীক্ষা করল। কিন্তু এই সিরিজ শেষে বাংলাদেশ খেলতে যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিংবান্ধব উইকেটে খেলার আগে সিলেটে নিজেদের ঝালিয়ে নিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত কি না—এই প্রশ্নের উত্তরে তানজিদ তামিম বলেন, ‘সবাই নিতে চায় ঘরের মাঠের সুবিধা। আগের ম্যাচে প্রচুর শিশির পড়েছে। তাতে পরে ব্যাটিং করা সহজ হয়েছে। এটা তো দেখেছেন। আজও (গতকাল) একই ভাবনা ছিল যে শিশির হয়তো পড়বে।’
এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। গতকাল ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।আগামীকাল সিলেটে লিটনরা নামবেন ডাচদের ধবলধোলাইয়ের উদ্দেশে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি।
আজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
৭ মিনিট আগেরেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা এখন নতুন কিছু নয়। কোনো কারণে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে খেলোয়াড়েরা কড়া ভাষায় ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করেন। আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘটেছে এমনই এক ঘটনা। তাতে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত-সংযুক্ত আরব আমিরাত। এই চার ম্যাচের মধ্যে তিনটিই ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে সেই ২০১৬ এশিয়া কাপে মুখোমুখি হয়েছে দুই দল। ৯ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আজ খেলতে নামছে ভারত-সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে
২ ঘণ্টা আগেআইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। আরব আমিরাতের অবস্থান ১৫ নম্বরে। এশিয়া কাপে আজ দুই দলের ম্যাচটি তাই অসম লড়াইয়ের। তবে মাঠের লড়াই শুরুর আগে ‘যে কাউকে হারিয়ে দেওয়া’র আত্মবিশ্বাস আরব আমিরাতের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করেছেন তাঁরা। খেলাটা যেহেতু টি-টোয়েন্টি
২ ঘণ্টা আগে