Ajker Patrika

কলকাতাকে হারিয়ে শাহরুখের মতো উদ্‌যাপন শশাঙ্কের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪: ৪৪
Thumbnail image

কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে গতকাল ইডেন গার্ডেনসের গ্যালারিতে ছিলেন শাহরুখ খান। গ্যালারিতে দলের জয় উপভোগ করবেন এমন আকাঙ্ক্ষাই ছিল বলিউড বাদশাহর। কিন্তু গতকাল কিং খানের সেই আশা পূরণ হয়নি। 

রেকর্ড ২৬২ রানের লক্ষ্য দিয়েও যে ঘরের মাঠে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে কলকাতাকে। স্বাগতিকদের জয় ছিনিয়ে নেওয়ার ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে পাঞ্জাব কিংসের নায়ক জনি বেয়ারস্টো হলেও জয়ে কম অবদান ছিল না শশাঙ্ক সিংয়ের। এই দুজনের সঙ্গে অবদান ছিল ৫৪ রান করা প্রবসিমরন সিংয়েরও।

তবে আইপিএলে প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শশাঙ্ক। যাঁকে ভুল করে কিনেছিল বলে দলে নিতে চেয়েছিল না পাঞ্জাব সেই ৩২ বছর বয়সী ব্যাটারই এখন দলটির ধারাবাহিক পারফরমার। তারই ধারাবাহিকতা গতকাল ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি। ২৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৮ ছক্কায়। ওপেনিংয়ে নেমে বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত এক ইনিংস খেললেও চার নেমে যদি এমন ঝোড়ো ইনিংসটি না খেলতেন তাহলে হয়তো হাসিমুখে মাঠ ছাড়া হতো না পাঞ্জাবের। 

সবকিছু ঠিকঠাকমতো হওয়ায় ভীষণ খুশি হয়েছেন শশাঙ্ক। আনন্দের মুহূর্তটা আবার উদ্‌যাপন করেছেন শাহরুখের আইকনিক পোজ নকল করে। ম্যাচ শেষে তাঁর সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে পাঞ্জাব কিংস। ভিডিওতে দেখা যায়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার গানের তালে তালে দুই হাত দুদিকে ছড়িয়ে পোজ দিচ্ছেন শশাঙ্ক। আর তাঁকে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ ইডেন গার্ডেনস।’ ক্যাপশনে লেখা, ‘Sssshhhh.... Shaaaaashaaaaa... Shashankkkkkk!’  যেন কিং খানকে মনে করিয়ে দিলেন ইডেন গার্ডেনস থেকে সব ভালোবাসা নিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত