পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইংল্যান্ড!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন ঠিক এখানেই আলাদা। আইসিসির সহযোগী দেশ ও র্যাঙ্কিংয়ে তুলনামূলক পেছনের দলগুলো নিংড়ে দিচ্ছে নিজেদের।
আজ নিউইয়র্কে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে যার কারণে একটু সমীহ করতেই হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের। বাবর আজমদের হারানোর পরই আরেক জায়ান্ট ভারতের জন্য ছক তৈরি শুরু করেছে যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল তো বলেই রাখলেন, ‘বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলা এবং তাদের পরাজিত করা অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল। আমাদের দৃষ্টি এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না।’
যেকোনো সংস্করণে এটিই ভারত-যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। নিজেদের চেনা কন্ডিশনে ভারতের সামনে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ‘মিনি ভারতই’! যুক্ত দলের আট ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। অধিনায়ক মোনাঙ্ক, পেসার সৌরভ নেত্রভালাকার, অলরাউন্ডার হারমীত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেলদের জন্ম ভারতেই। তাঁরাই আজ স্বদেশি রোহিত শর্মাদের বিপক্ষে লড়বেন।
ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৬ রানে। বল হাতে জসপ্রীত বুমরা পার করছেন সেরা সময়। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং রয়েছেন ছন্দে। কিছুটা চিন্তা অবশ্য ব্যাটিং অর্ডারে। রোহিত-ঋষভ রান করলেও বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ছন্দে নেই। দুবের জায়গায় এই ম্যাচে ফিরতে পারেন সঞ্জু স্যামসন।
পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইংল্যান্ড!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন ঠিক এখানেই আলাদা। আইসিসির সহযোগী দেশ ও র্যাঙ্কিংয়ে তুলনামূলক পেছনের দলগুলো নিংড়ে দিচ্ছে নিজেদের।
আজ নিউইয়র্কে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে যার কারণে একটু সমীহ করতেই হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের। বাবর আজমদের হারানোর পরই আরেক জায়ান্ট ভারতের জন্য ছক তৈরি শুরু করেছে যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল তো বলেই রাখলেন, ‘বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলা এবং তাদের পরাজিত করা অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল। আমাদের দৃষ্টি এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না।’
যেকোনো সংস্করণে এটিই ভারত-যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। নিজেদের চেনা কন্ডিশনে ভারতের সামনে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের ‘মিনি ভারতই’! যুক্ত দলের আট ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। অধিনায়ক মোনাঙ্ক, পেসার সৌরভ নেত্রভালাকার, অলরাউন্ডার হারমীত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেলদের জন্ম ভারতেই। তাঁরাই আজ স্বদেশি রোহিত শর্মাদের বিপক্ষে লড়বেন।
ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৬ রানে। বল হাতে জসপ্রীত বুমরা পার করছেন সেরা সময়। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং রয়েছেন ছন্দে। কিছুটা চিন্তা অবশ্য ব্যাটিং অর্ডারে। রোহিত-ঋষভ রান করলেও বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা ছন্দে নেই। দুবের জায়গায় এই ম্যাচে ফিরতে পারেন সঞ্জু স্যামসন।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩৩ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে