Ajker Patrika

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হয়ে খুব খুশি বুমরা 

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৩: ৩৫
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হয়ে খুব খুশি বুমরা 

চোটে পড়ায় ক্রিকেট থেকে অনেক দিন বাইরে ছিলেন জসপ্রীত বুমরা। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চলছিল তাঁর পুনর্বাসনের প্রক্রিয়া। অবশেষে প্রায় এক বছর পর গতকাল ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরার ম্যাচেই হয়েছেন ম্যাচ-সেরা। 

ডাবলিনের ম্যালাহাইডে গতকাল হয়েছে আয়ারল্যান্ড-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস হেরে প্রথমে ব্যাটিং পায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভার করেছেন বুমরা। প্রথম বলেই ভারতীয় বোলারকে চার মেরেছেন অ্যান্ডি বলবার্নি। এর পরের বলেই আইরিশ ব্যাটারকে বোল্ড করেছেন বুমরা। একই ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন লরকান টাকারের উইকেট। প্রথম ওভারে বুমরা দিয়েছেন ৪ রান। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এরপর বৃষ্টি আইনে ভারত ২ রানে জিতেছে এই ম্যাচ। ম্যান অব দ্য ম্যাচ হওয়া বুমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘বেশ ভালো লাগছে। এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) অনেক অনুশীলন করেছি। অনেক প্রাকটিস ম্যাচ খেলেছি। মনেই হয়নি যে অনেক দিন খেলার বাইরে ছিলাম অথবা নতুন কিছু করছি।’ 

হায়দরাবাদে গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। এই ম্যাচই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ। প্রায় ১১ মাস পর গতকাল বুমরা ফিরেছেন নেতৃত্বের মতো বড় দায়িত্ব নিয়ে। অধিনায়কত্ব করা চাপের ছিল কি না—এ প্রসঙ্গে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘আসলে না (চাপ ছিল কি না)। সত্যি বলতে, যখন আপনি জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, তখন জাতীয় দলের কথা বেশি ভাবতে হয়। নিজের পারফরম্যান্সের কথা শুধু ভাবলে চলে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত