ব্রিসবেনে অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫ টি। বোলারদের রাজত্বের দিনে দারুণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। দুর্দান্ত এক ফিফটি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।
গ্যাবায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। ভেরেইন-বাভুমা যোগ করেন ৯৮ রান। ৩৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এখান থেকেই সফরকারীদের ইনিংসের ধ্বস নামা শুরু হয়। ১২৫ থেকে ১৫২-এই ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ভেরেইন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়াও তাঁদের ব্যাটিং ইনিংসের শুরুতে হোঁচট খায়। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনরিখ নরকীয়া। ৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর স্কট বোল্যান্ডকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৪৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। হেড ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকীয়া। একটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।
ব্রিসবেনে অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন বোলাররা। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫ টি। বোলারদের রাজত্বের দিনে দারুণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। দুর্দান্ত এক ফিফটি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।
গ্যাবায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন। ভেরেইন-বাভুমা যোগ করেন ৯৮ রান। ৩৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এখান থেকেই সফরকারীদের ইনিংসের ধ্বস নামা শুরু হয়। ১২৫ থেকে ১৫২-এই ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ভেরেইন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন এবং মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়াও তাঁদের ব্যাটিং ইনিংসের শুরুতে হোঁচট খায়। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এনরিখ নরকীয়া। ৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এরপর স্কট বোল্যান্ডকেও দ্রুত ড্রেসিংরুমের পথ দেখান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৪৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। হেড ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকীয়া। একটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৩ ঘণ্টা আগে