চলতি আইপিএলে বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের ঝগড়া নিয়ে আলোচনা যেন থামার নয়। প্রায় দশদিন হলেও এই ঝগড়া নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ভারতীয় এই দুই ক্রিকেটারের ঝগড়া বেশ উপভোগ করেছেন গ্রায়েম সোয়ান।
গত ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে করমর্দনের পরিবর্তে আবারও তপ্ত বাক্য বিনিময় হয় নাভিন ও কোহলির। এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন লক্ষ্ণৌর পরামর্শক গম্ভীর। কোহলি-গম্ভীর একে অপরকে উদ্দেশ্য করে কড়া কথা বলতে থাকেন। জিও সিনেমার হয়ে এবার আইপিএল বিশেষজ্ঞের কাজ করা সোয়ান বলেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, তাতে বুঝলাম যে মাঝেমধ্যে মাঠে আবেগ একটু বেশি উপচে পড়ে। বিরাট কোহলি যে কেন বিরাট কোহলি, তার কারণ হচ্ছে যে সে ক্রিকেট নিয়ে বেশ আবেগী। তার অভিব্যক্তি দেখে অন্যান্য ক্রিকেটাররা ভয় পায়। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি বড় ব্যক্তিত্ব। তারা একসঙ্গে খেলে বড় হয়েছে। গৌতম তাই বিরাটের কাছে হার মানতে চায়নি। তাতেই আমি বেশ মজা পেয়েছি। আমার মতে, এটা দারুণ ছিল।’
এই ঝগড়ার ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। কোহলি-গম্ভীর ভারতীয় এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্ণৌ পেসার নাভিনকে করা হয়েছে ৫০ শতাংশ জরিমানা। কোহলি-গম্ভীরের বিবাদে জড়ানো অবশ্য নতুন কিছু নয়। ২০১৩ আইপিএলেও বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ভারতীয় এই দুই ব্যাটার। তখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গম্ভীর। আর বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন কোহলি।
চলতি আইপিএলে বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের ঝগড়া নিয়ে আলোচনা যেন থামার নয়। প্রায় দশদিন হলেও এই ঝগড়া নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ভারতীয় এই দুই ক্রিকেটারের ঝগড়া বেশ উপভোগ করেছেন গ্রায়েম সোয়ান।
গত ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে করমর্দনের পরিবর্তে আবারও তপ্ত বাক্য বিনিময় হয় নাভিন ও কোহলির। এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন লক্ষ্ণৌর পরামর্শক গম্ভীর। কোহলি-গম্ভীর একে অপরকে উদ্দেশ্য করে কড়া কথা বলতে থাকেন। জিও সিনেমার হয়ে এবার আইপিএল বিশেষজ্ঞের কাজ করা সোয়ান বলেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, তাতে বুঝলাম যে মাঝেমধ্যে মাঠে আবেগ একটু বেশি উপচে পড়ে। বিরাট কোহলি যে কেন বিরাট কোহলি, তার কারণ হচ্ছে যে সে ক্রিকেট নিয়ে বেশ আবেগী। তার অভিব্যক্তি দেখে অন্যান্য ক্রিকেটাররা ভয় পায়। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি বড় ব্যক্তিত্ব। তারা একসঙ্গে খেলে বড় হয়েছে। গৌতম তাই বিরাটের কাছে হার মানতে চায়নি। তাতেই আমি বেশ মজা পেয়েছি। আমার মতে, এটা দারুণ ছিল।’
এই ঝগড়ার ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। কোহলি-গম্ভীর ভারতীয় এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্ণৌ পেসার নাভিনকে করা হয়েছে ৫০ শতাংশ জরিমানা। কোহলি-গম্ভীরের বিবাদে জড়ানো অবশ্য নতুন কিছু নয়। ২০১৩ আইপিএলেও বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ভারতীয় এই দুই ব্যাটার। তখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গম্ভীর। আর বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন কোহলি।
যা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
৩৬ মিনিট আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
২ ঘণ্টা আগেপ্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদ্যাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৩ ঘণ্টা আগে