নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে গত কয়েক বছরে বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান। আজ থেকে আরেক দফা আফগান পরীক্ষা দিতে হবে দলকে।
বেলা ১১টায় শুরু হচ্ছে তামিম ইকবালদের ওয়ানডে পরীক্ষা। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ম্যাচ তিনটি তামিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ম্যাচগুলো জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। তাতে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবেন সাকিব-মুশফিকরা।
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৮০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ঘরের মাঠে রশিদ-নবীদের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে যাবে তামিমের দল।
শুধু তাই নয়; আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ আছে বাংলাদেশের। ৯১ রেটিং নিয়ে এখন পর্যন্ত সাত নম্বরে আছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে ২ রেটিং পিছিয়ে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে আছে আফগানিস্তান।
সিরিজে রশিদ-নবীদের ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিতে পারলে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ; সাতে নেমে যাবে বারব আজমের দল। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৪।
তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে কোনো হেরফের হবে না। বিপরীতে, একই ব্যবধানে সিরিজ হারলে ৩ পয়েন্ট কাঁটা যাবে। সেক্ষেত্রেও অবস্থানের নড়চড় হবে না। এমনকি ধবলধোলাই হলেও আটে নামবেন না তামিমরা।
সিরিজের ফল যাই হোক, আফগানদের র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ নেই। ধবলধোলাই হলে আফগানদের রেটিং তিন কমে হবে ৬৪।
বাংলাদেশকে গত কয়েক বছরে বেশ কয়েকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান। আজ থেকে আরেক দফা আফগান পরীক্ষা দিতে হবে দলকে।
বেলা ১১টায় শুরু হচ্ছে তামিম ইকবালদের ওয়ানডে পরীক্ষা। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ম্যাচ তিনটি তামিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ম্যাচগুলো জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। তাতে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবেন সাকিব-মুশফিকরা।
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৮০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে আছে বাংলাদেশ। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ঘরের মাঠে রশিদ-নবীদের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে যাবে তামিমের দল।
শুধু তাই নয়; আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ আছে বাংলাদেশের। ৯১ রেটিং নিয়ে এখন পর্যন্ত সাত নম্বরে আছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ছয়ে থাকা পাকিস্তানের চেয়ে ২ রেটিং পিছিয়ে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে আছে আফগানিস্তান।
সিরিজে রশিদ-নবীদের ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিতে পারলে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ; সাতে নেমে যাবে বারব আজমের দল। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৪।
তবে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে কোনো হেরফের হবে না। বিপরীতে, একই ব্যবধানে সিরিজ হারলে ৩ পয়েন্ট কাঁটা যাবে। সেক্ষেত্রেও অবস্থানের নড়চড় হবে না। এমনকি ধবলধোলাই হলেও আটে নামবেন না তামিমরা।
সিরিজের ফল যাই হোক, আফগানদের র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ নেই। ধবলধোলাই হলে আফগানদের রেটিং তিন কমে হবে ৬৪।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১৯ মিনিট আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
১ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
২ ঘণ্টা আগে