নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।
ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।
১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।
রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।
শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।
ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান।
১০৭ রানে ৪ উইকেট হারানোর পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হাল ধরেন ইয়াসির ও মঈন খান। পঞ্চম উইকেটে তাঁরা (ইয়াসির-মঈন) গড়েন ১৪৬ রানের জুটি। ব্যাটিং বিপর্যয় সামলে ১৮.৪ ওভারের এই জুটিতে ধানমন্ডি পায় বড় স্কোরের ভিত। ১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইয়াসির। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২৮ বছর বয়সী এই ব্যাটার শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাদের ওপর তাণ্ডব চালিয়েছেন।
রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাতেই ধানমন্ডি করে ৩৩২ রানের পাহাড়। লিজেন্ডস অব রূপগঞ্জের তানভীর ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি ১০০ রান সংগ্রহ করেছে।
বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থেমেছে ২৮৮ রানে।
শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ ৯৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে