২০২৩ বিশ্বকাপে রীতিমতো অপ্রতিরোধ্য ভারত। এই টুর্নামেন্টে তারা একটা ম্যাচও হারেনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতের সঙ্গে পেরে উঠছে না কোনো দলই। বিশ্বকাপের আয়োজক দল গড়ে চলেছে একের পর এক রেকর্ড। নিজেদের রেকর্ড তো ভারত ভেঙে ফেলেছেই, এবার তাদের সামনে বাকি শুধুই অস্ট্রেলিয়া।
চেন্নাইতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ভারতের ২০২৩ বিশ্বকাপ অভিযান শুরু। এরপর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ-এশিয়ার এই তিন দলের বিপক্ষেও সফলভাবে রান তাড়া করে জিতেছে রোহিত শর্মার ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ২০ বছরের জুজু দূর করেছে রোহিতের দল। শেষ চার ম্যাচে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ভারত। এবারের বিশ্বকাপে ৯ ম্যাচের ৯টিতেই জিতেছেন রোহিত, বিরাট কোহলিরা। তাতে নিজেদের করা ২০ বছরের আগের রেকর্ড ভেঙে গেছে। ২০০৩ বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতেছিল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত। প্রথমবার সেমিফাইনাল খেলা কেনিয়াকে হারিয়ে এই কীর্তি গড়েছিল ভারত।
টানা ৯ ম্যাচ জয়ী ভারতের সামনে রয়েছে অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সংখ্যাটা ১০ পর্যন্ত নিতে পারবে ভারত। এরপর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে চ্যাম্পিয়ন হলে টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়বে তারা। নকআউট রাউন্ডের বাধা টপকাতে পারলে ভারত ছুঁয়ে ফেলবে অস্ট্রেলিয়াকে। ২০০৩ ও ২০০৭-টানা দুই বিশ্বকাপে ১১টি করে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া সেই দুই বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছিল অজিরা।
ভারতের সমান টানা ৮ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল নিউজিল্যান্ড। ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৬ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল—এভাবে টানা ৮ ম্যাচ জিতেছিল ব্ল্যাকক্যাপসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সেমির বাধা টপকে প্রথমবার ফাইনালে উঠেছিল কিউইরা। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ডের।
নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ১৬০ রানে জিতে নিজেদের রেকর্ডেই ভাগ বসিয়েছে ভারত। এ বছর ২৪ ওয়ানডে ম্যাচ জিতেছে ভারত। ১৯৯৮ সালেও ২৪ ওয়ানডে জিতেছিল তারা। আর ২০১৩ সালে ভারতীয়রা জিতেছিল ২২ ওয়ানডে।
এক বিশ্বকাপে টানা ম্যাচ জয়ের রেকর্ড:
১১; অস্ট্রেলিয়া; ২০০৩
১১; অস্ট্রেলিয়া; ২০০৭
৯; ভারত; ২০২৩
৮; ভারত; ২০০৩
৮; নিউজিল্যান্ড; ২০১৫
এক বছরে ভারতের সর্বোচ্চ ওয়ানডে জয়:
২৪; ২০২৩
২৪; ১৯৯৮
২২; ২০১৩
২০২৩ বিশ্বকাপে রীতিমতো অপ্রতিরোধ্য ভারত। এই টুর্নামেন্টে তারা একটা ম্যাচও হারেনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতের সঙ্গে পেরে উঠছে না কোনো দলই। বিশ্বকাপের আয়োজক দল গড়ে চলেছে একের পর এক রেকর্ড। নিজেদের রেকর্ড তো ভারত ভেঙে ফেলেছেই, এবার তাদের সামনে বাকি শুধুই অস্ট্রেলিয়া।
চেন্নাইতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ভারতের ২০২৩ বিশ্বকাপ অভিযান শুরু। এরপর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ-এশিয়ার এই তিন দলের বিপক্ষেও সফলভাবে রান তাড়া করে জিতেছে রোহিত শর্মার ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ২০ বছরের জুজু দূর করেছে রোহিতের দল। শেষ চার ম্যাচে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ভারত। এবারের বিশ্বকাপে ৯ ম্যাচের ৯টিতেই জিতেছেন রোহিত, বিরাট কোহলিরা। তাতে নিজেদের করা ২০ বছরের আগের রেকর্ড ভেঙে গেছে। ২০০৩ বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতেছিল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত। প্রথমবার সেমিফাইনাল খেলা কেনিয়াকে হারিয়ে এই কীর্তি গড়েছিল ভারত।
টানা ৯ ম্যাচ জয়ী ভারতের সামনে রয়েছে অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সংখ্যাটা ১০ পর্যন্ত নিতে পারবে ভারত। এরপর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে চ্যাম্পিয়ন হলে টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়বে তারা। নকআউট রাউন্ডের বাধা টপকাতে পারলে ভারত ছুঁয়ে ফেলবে অস্ট্রেলিয়াকে। ২০০৩ ও ২০০৭-টানা দুই বিশ্বকাপে ১১টি করে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া সেই দুই বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছিল অজিরা।
ভারতের সমান টানা ৮ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল নিউজিল্যান্ড। ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৬ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল—এভাবে টানা ৮ ম্যাচ জিতেছিল ব্ল্যাকক্যাপসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সেমির বাধা টপকে প্রথমবার ফাইনালে উঠেছিল কিউইরা। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ডের।
নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ১৬০ রানে জিতে নিজেদের রেকর্ডেই ভাগ বসিয়েছে ভারত। এ বছর ২৪ ওয়ানডে ম্যাচ জিতেছে ভারত। ১৯৯৮ সালেও ২৪ ওয়ানডে জিতেছিল তারা। আর ২০১৩ সালে ভারতীয়রা জিতেছিল ২২ ওয়ানডে।
এক বিশ্বকাপে টানা ম্যাচ জয়ের রেকর্ড:
১১; অস্ট্রেলিয়া; ২০০৩
১১; অস্ট্রেলিয়া; ২০০৭
৯; ভারত; ২০২৩
৮; ভারত; ২০০৩
৮; নিউজিল্যান্ড; ২০১৫
এক বছরে ভারতের সর্বোচ্চ ওয়ানডে জয়:
২৪; ২০২৩
২৪; ১৯৯৮
২২; ২০১৩
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
৩ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
৪ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
৫ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৬ ঘণ্টা আগে