Ajker Patrika

না বলেও অনেক কিছু বলে দিলেন লিটন

না বলেও অনেক কিছু বলে দিলেন লিটন

১২ আগস্টের মধ্যেই বিসিবি নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে। ওয়ানডে অধিনায়ক ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের কৌতূহলও বাড়ছে-কে হবেন তামিমের উত্তরসূরি?

ঢাকার সোনারগাঁও হোটেলে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের এক অনুষ্ঠানে এসে প্রশ্নটার সামনে পড়লেন লিটন কুমার দাসও। এগিয়ে যেতে চাইলেও প্রশ্নটার জবাব দিতেই হলো জাতীয় দলের ওপেনারকে। এবং উত্তরে যা বললেন, তাতে ধরেই নেওয়া যেতে পারে অধিনায়কত্বে আগ্রহ আছে তাঁর। আগ্রহ যে আছে, সেটি তিনি ওই অনুষ্ঠানেই নিজের পছন্দের একাদশে নিজেকে অধিনায়ক হিসেবে রেখে বুঝিয়ে দেন লিটন। আর নেতৃত্বের প্রশ্নে দক্ষ কূটনীতিকের মতো বলে গেলেন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।’

নিজেও কী অপেক্ষা করছেন না লিটন! অপেক্ষা যে করছেন সেটি তার পরের কথাতেই পরিষ্কার। দায়িত্ব পেয়ে গেলে নিজেকে উজাড় করে দেবেন এমনটা জানিয়ে বললেন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত