১২ আগস্টের মধ্যেই বিসিবি নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে। ওয়ানডে অধিনায়ক ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের কৌতূহলও বাড়ছে-কে হবেন তামিমের উত্তরসূরি?
ঢাকার সোনারগাঁও হোটেলে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের এক অনুষ্ঠানে এসে প্রশ্নটার সামনে পড়লেন লিটন কুমার দাসও। এগিয়ে যেতে চাইলেও প্রশ্নটার জবাব দিতেই হলো জাতীয় দলের ওপেনারকে। এবং উত্তরে যা বললেন, তাতে ধরেই নেওয়া যেতে পারে অধিনায়কত্বে আগ্রহ আছে তাঁর। আগ্রহ যে আছে, সেটি তিনি ওই অনুষ্ঠানেই নিজের পছন্দের একাদশে নিজেকে অধিনায়ক হিসেবে রেখে বুঝিয়ে দেন লিটন। আর নেতৃত্বের প্রশ্নে দক্ষ কূটনীতিকের মতো বলে গেলেন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।’
নিজেও কী অপেক্ষা করছেন না লিটন! অপেক্ষা যে করছেন সেটি তার পরের কথাতেই পরিষ্কার। দায়িত্ব পেয়ে গেলে নিজেকে উজাড় করে দেবেন এমনটা জানিয়ে বললেন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’
১২ আগস্টের মধ্যেই বিসিবি নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে। ওয়ানডে অধিনায়ক ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের কৌতূহলও বাড়ছে-কে হবেন তামিমের উত্তরসূরি?
ঢাকার সোনারগাঁও হোটেলে মানিগ্রাম নামক ফাইন্যান্স সার্ভিসের এক অনুষ্ঠানে এসে প্রশ্নটার সামনে পড়লেন লিটন কুমার দাসও। এগিয়ে যেতে চাইলেও প্রশ্নটার জবাব দিতেই হলো জাতীয় দলের ওপেনারকে। এবং উত্তরে যা বললেন, তাতে ধরেই নেওয়া যেতে পারে অধিনায়কত্বে আগ্রহ আছে তাঁর। আগ্রহ যে আছে, সেটি তিনি ওই অনুষ্ঠানেই নিজের পছন্দের একাদশে নিজেকে অধিনায়ক হিসেবে রেখে বুঝিয়ে দেন লিটন। আর নেতৃত্বের প্রশ্নে দক্ষ কূটনীতিকের মতো বলে গেলেন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনো ভাবেই। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই পেয়ে যাবেন।’
নিজেও কী অপেক্ষা করছেন না লিটন! অপেক্ষা যে করছেন সেটি তার পরের কথাতেই পরিষ্কার। দায়িত্ব পেয়ে গেলে নিজেকে উজাড় করে দেবেন এমনটা জানিয়ে বললেন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে এসেছি।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩৭ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে